রাজ্যের খবর

হোলির আগেই বেআইনি বাজি উদ্ধার, ধৃত ২

Illegal firecrackers seized ahead of Holi, 2 arrested

Truth Of Bengal: হোলির আগে ধনিয়াখালিতে অভিযান চালিয়ে সাড়ে পাঁচশ কেজি বাজি ও বাজি তৈরির মশলা আটক করল পুলিশ। পাশাপাশি এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধনিয়াখালি ব্লকের মির্জানগর এলাকায় বেআইভাবে বাজি তৈরি হচ্ছিল, খবর পেয়ে সেখানে অভিযান চালায় হুগলি গ্রামীণ পুলিশ।

ডিএসপি ডিঅ্যান্ডটি প্রিয়ব্রত বক্সী, সিআই ধনিয়াখালি রামগোপাল পাল ও ওসি ধনিয়াখালি কৌশিক দত্তকে নিয়ে অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, দু’টি বাড়িতে প্রচুর পরিমাণে বেআইনি বাজি মজুত করা ছিল।তার মধ্যে বেশ কিছু শব্দ বাজিও রয়েছে।ডিএসপি জানান,পুলিশের কাছে খবর আসে, বেআইভাবে কিছু বাড়িতে বাজি তৈরি করা হচ্ছে।

সেই মতো এদিন পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালানো হয়।সম্প্রতি কল্যাণীতে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যুর ঘটনা ঘটে।পুলিশ তাই বাজি তৈরির ব্যাপারে খবর পেলেই ব্যবস্থা নিচ্ছে।

Related Articles