রাজ্যের খবর

Humsafar Express: দীর্ঘ অপেক্ষার অবসান! কৃষ্ণনগর হয়ে চালু হল উত্তরগামী হামসফর এক্সপ্রেস

মধ্যরাতে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে জড়ো হয়েছেন শতাধিক মানুষ

Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: প্রায় ছয় দশক বাদে নদিয়ার রানাঘাট কৃষ্ণনগর হয়ে ফের চালু হলো উত্তরবঙ্গগামী এক্সপ্রেস ট্রেন। ডাউন জলপাইগুড়ি রোড শিয়ালদহ হামসাফার এক্সপ্রেসের (Humsafar Express) প্রথম স্টপেজকে কেন্দ্র করে ভিড় রানাঘাট স্টেশনে। মধ্যরাতে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে জড়ো হয়েছেন শতাধিক মানুষ।

[আরও পড়ুনঃ Lionel Messi: ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচেই পা হড়কে গেল মেসি-সুয়ারেজদের]

রবিবার থেকে হামসফর এক্সপ্রেসের শুভযাত্রা শুরুর শুভ লগ্নে রানাঘাট স্টেশনে ফুলের মালা, ফুলের তোরা ও ভারতীয় তেরঙ্গা পতাকা দিয়ে সংবর্ধনা জানালেন হাম সফর ট্রেনের চালককে। প্রায় ৬৪ বছর পর আবার উত্তরবঙ্গের সঙ্গে নদিয়ার সরাসরি হামসফর এক্সপ্রেস এর মাধ্যমে যোগাযোগ শুরু হলো ।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

নতুন করে শিয়ালদা থেকে জলপাইগুড়ি হামসাফার এক্সপ্রেস ভায়া রানাঘাট কৃষ্ণনগর হয়ে জলপাইগুড়ি স্টেশনে যাবে এই ট্রেনটি। অন্যদিকে এরি অপেক্ষায় ছিলেন নদীয়ার মানুষ। এখন থেকে এই ট্রেনের সুবিধা পেতে চলেছে নিত্যযাত্রীরা। কম খরচে এবার উত্তরবঙ্গে সরাসরি যেতে পারবে যাত্রীরা (Humsafar Express)।

Related Articles