রাজ্যের খবর

সুন্দর হস্তাক্ষরে সম্মানিত পড়ুয়া, ডিজিটাল যুগে লেখার জাদুর কদর

Honorable students with beautiful handwriting

The Truth of Bengal: সুন্দর হাতে লেখার জাদুতে রাজ্যস্তরে পুরস্কার জিতে নিলেন রামনগরের অন্তরা জানা।   সোনার মেয়েকে সম্মানিত করা হয়েছে রুপো পুরস্কার দিয়ে। পুরস্কৃত হওয়ার পর অন্তরা বেশ উত্সাহ পাচ্ছে। প্রতিবেশীদের আশা, আগামীদিনে বিশ্বের নানা প্রতিযোগিতায় সেরার শিরোপা লাভ করবে অন্তরা। হাতে লেখা মানুষের ব্যক্তিত্ব প্রকাশ করে।ডিজিটাল যুগেও হাতের লেখা কদর যে কমেনি তা বলা যায়,সৃষ্টির ভুবনে চোখ রাখলে। বড়বেলায় এসে অনেকেই এই ইন্টারনেটের যুগে  গ্রাফোলজির কথা জানতে চায়। ফেলুদা বা ব্যোমকেশ এই বিষয়ে জানতেন কিনা হলফ করে বলা যায় না, তবে এখনকার সময়ে হাতের লেখা পারদর্শীদের কিন্তু বেশ কদর আইনের জগতে।

ক্যালিগ্রাফি এখন সারা পৃথিবীতেই জনপ্রিয়। আধুনিক যুগে  ক্যালিগ্রাফি শেখানো হয়, যেখানে শিল্পের চেয়েও লক্ষ্য থাকে হাতের লেখা যেন সুন্দর হয়।এবার রামনগরের  সোনার মেয়ের সুন্দর হস্তাক্ষর  সম্মান এনে দিল। অল ইন্ডিয়া আর্টস সোসাইটির তরফেএই পুরস্কার দেওয়া হয়েছে।  রামনগর বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির পড়ুয়ার লেখনী লক্ষ লক্ষ মানুষের নজর কাড়ছে। ক্যালিগ্রাফি শব্দটি এসেছে গ্রীক ক্যালিগ্রাফিয়া থেকে। ক্যালোস শব্দের অর্থ সৌন্দর্য আর গ্রাফাইন শব্দের অর্থ লেখা। তবে ক্যালিগ্রাফি স্রেফ সুন্দর হাতের লেখার রেসিপি বললে ভুল বলা হবে। ক্যালিগ্রাফি একটি বিশেষ শিল্প।

হাতের লেখার মাধ্যমে পাঠকদের মনজয় করার পাশাপাশি ব্যক্তিত্ব ও মানসিক দৃঢ়তা প্রকাশের মোক্ষম সুযোগ মেলে।  ভারতীয় ক্যালিগ্রাফির ইতিহাস কম রোমাঞ্চকর নয়! রামনগরের মেয়েটি আপন মনে লেখনীর জাদু দেখাচ্ছেন। এই যুগে হাতের লেখার কদর বজায় থাক চাইছেন শিক্ষাবিদরাও।প্রশাসনও তাঁর সাফল্যের পথে এগিয়ে যেতে  হাত বাড়িয়ে দিচ্ছে। ইন্টারনেটের যুগে এই অক্ষরের আদি মাহাত্ম্য বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। অনেকেই হাতের লেখার মাধ্যমে লেখনীর দুনিয়াকে শোভনীয় ও সৌন্দর্য পরিপূর্ণ করার প্রয়াস সবমহলের কাছেই প্রশংসা আদায় করে নিচ্ছে।

Related Articles