‘ঘাটালে চাপে আছেন হিরণ’, সাফ জানালেন তৃণমূল প্রার্থী দেব
"Hiran is under pressure in Ghatal", clarified Trinamool candidate Deb

The Truth of Bengal: তিনি নন, ঘাটালে তাঁর বিরুদ্ধে চাপে আছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। হাওড়া সদরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভায় এসে জানালেন তৃণমূলের তারকা প্রচারক তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। ব্যক্তি আক্রমণের জবাব দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে এমন কথা বললেন দেব। ঘাটালে তৃণমূল ও বিজেপির দুই তারকা প্রার্থীর মধ্যে জোর লড়াই শুরু হয়েছে। রাজনৈতিক লড়াই যেমন জারি আছে, তেমনই উভয় শিবিরের কথার লড়াই জারি আছে। বিজেপির তরফে বলা হচ্ছে, ঘাটালে এবার কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে চলেছেন দেব।
সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, ‘হিরণের জায়গায় অন্য কেউ দাঁড়ালে কতটা চাপমুক্ত থাকতেন?’ দেবের বক্তব্য, চাপে আছে হিরণ। ঘাটালে না দাঁড়ালে হিরণ চাপমুক্ত থাকতেন। প্রচারে দেখা যাচ্ছে দেবের বিরুদ্ধে বারবার ব্যক্তি আক্রমণ করছেন হিরণ। যা নিয়ে দেব জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে হিরণ যা যা বলছেন তা না বললে সংবাদ মাধ্যমে পাত্তা পাবেন না। হিরণের দল তাঁকে টিকিট দিত না। তাই ভোটের বাজারে ভেসে থাকার জন্য এখন রাজনৈতিক কথার বাইরে এমন কথা বলছেন হিরণ। ঘাটালে তিনি নিজে তো জিতবেন, হাওড়ায় যার হয়ে প্রচারে এসেছিলেন সেই প্রসূন বন্দ্যোপাধ্যায় আরও বেশি ভোটে জয়ী হবেন বলে দাবি করেন দেব।
গেরুয়া শিবিরের তারকা প্রার্থী হিরিণ তাঁকে চাপে রেখেছেন। সত্যিই কি হিরণের জন্য চাপে আছেন? এই প্রশ্ন শুনে সটান উড়িয়ে দিলেন দেব। তাঁর বক্তব্য, তিনি নন, ঘাটালে তাঁর বিরুদ্ধে চাপে আছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। হাওড়া সদরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভায় এসে জানালেন তৃণমূলের তারকা প্রচারক তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। রবিবার বিকেলে হাওড়ার আন্দুল রাজবাড়ির মাঠে হাওড়া সদরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভায় এসেছিলেন দেব।