রাজ্যের খবর

উত্তাল সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা! রান্নাপুজোয় টান পড়বে ইলিশে

Hilsa Fish

The Truth of Bengal: নিম্নচাপ ও অমাবস্যার ভরা কোটালের জেরে এখন উত্তাল সমুদ্র। গভীর সমুদ্রে ইলিশ ধরতে যাওয়া মৎস্যজীবীদের ফিরে আসতে বলা হয়েছে। বার্তা পেয়ে বহু ট্রলার ফিরে এসেছে। এদিকে উৎসবের মরসুম শুরু হতে আর কয়েক দিনের অপেক্ষা। তার আগে বড়সড় ক্ষতির মুখে মৎস্যজীবীরা। রান্না পুজোয় এবার বাজারে তেমন ইলিশের জোগান থাকবে না বলে জানাচ্ছেন মৎস্যজীবীরা। দিঘা, শঙ্করপুর, কাকদ্বীপ, নামখানা ,ডায়মন্ড হারবারে এবার ইলিশের জোগান তেমন ছিল না।

যেটুকু ইলিশ মিলছে বাজারে, তার দাম আকাশছোঁয়া। বিশ্বকর্মা পুজো বাকি আর কয়েকদিন। এই পুজয় মধ্যমণি অবশ্যই ইলিশ। প্রতিবছর রান্না পুজোর আগে জমে ওঠে বিভিন্ন পাইকারি মাছ বাজার। তবে ইলিশ কেনার সাধ থাকলেও সাধ্যে কুলোচ্ছে না সাধারণ বাঙালির। সমুদ্র উত্তাল হওয়ায় মৎস্যজীবীদের ফিরে আসতে বলায় আরও জোগান কমবে ইলিশের। ফলে দাম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

মৎস্যজীবীদের নিরাপত্তার কথা মাথায় রেখে গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করায় ইলিশের জোগানে টান পড়তে পারে। ক্ষতিগ্রস্ত হবেন মৎস্যজীবী ও ট্রলার মালিকরা।পাইকারি বাজারে এখন কেজিপ্রতি ইলিশের দাম ১৮০০ থেকে ২০০০ টাকা চলছে। খুচরো বাজারে যার দাম বেড়ে দাঁড়াচ্ছে ২২০০ থেকে ২৫০০ টাকা। এদিকে, ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের খোকা ইলিশ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়। সেই দাম আরও বাড়তে পারে রান্নাপুজোর আগে।

Related Articles