গঙ্গার মাঝে ‘ফুটবল মাঠ’, নতুন চরে গতিপথ বদল, ড্রেজিং নিয়ে উদাসীন কেন্দ্র…
'Football field' in the middle of the Ganges, changing the course to new pastures, indifferent center about dredging

The Truth Of Bengal: গঙ্গার মাঝখানে গড়ে উঠেছে এমন চর, সেখানে চাইলে ফুটবল খেলা যাবে। অনেকে সেখানে হেঁটে চলে যাচ্ছে। সময় কাটিয়ে চলে আসছে। নদিয়ার কল্যাণী ব্লকের মাঝেরচর এলাকায় দীর্ঘ কয়েকশো মিটার এলাকা জুড়ে গঙ্গার বুকে নতুন করে চর গজিয়ে উঠেছে। যার ফলে গতিপথ বদল হয়েছে গঙ্গার। নাব্যতা হারিয়ে বয়ে চলেছে গঙ্গা।
একটা সময় জলের তীব্র স্রোত বয়ে যেত। বর্ষার সময় ফুলেফেঁপে উঠলে অশান্ত হয়ে উঠল। সেই চরিত্র বদলে গিয়েছে। এখন মাঝগঙ্গায় জেগে উঠেছে বিরাট এলাকা। গঙ্গার মাঝখানে চাইলে ফুটবল খেলা যাবে। হেঁটেই সেখানে চলে যাচ্ছে বহু মানুষ। নদিয়ার কল্যাণী ব্লকের মাঝের চর এলাকায় দীর্ঘ কয়েকশো মিটার এলাকা জুড়ে গঙ্গার বুকে নতুন করে চর গজিয়ে উঠেছে। যার ফলে গতিপথ বদল হয়েছে গঙ্গার। নাব্যতা হারিয়ে বয়ে চলেছে গঙ্গা। একদিকে ভাঙন। অন্যদিকে নতুন চর। সেইসঙ্গে গতিপথ বদল গঙ্গার।
এখন কোনও সমস্যা না হলেও বর্ষার সময়ের কথা ভেবে আতঙ্কে তীরবর্তী এলাকার মানুষজন। মাঝেরচর এলাকায় গজিয়ে ওঠা চরের কিছুটা দূরে আছে ঈশ্বরগুপ্ত সেতু। পাশে আরও একটি সেতু নির্মাণ হচ্ছে। অন্যদিকে, কাছেই হুগলি জেলার রয়েছে ব্যান্ডেল তাপ বিদ্যুৎ কেন্দ্র। এই গঙ্গার ওপর দিয়েই ব্যান্ডেল তাপ বিদ্যুৎকেন্দ্র বা ফারাক্কা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভেসেলে করে কয়লা নিয়ে যাওয়া হয়। আবার সেই ভেসেল ফিরতি পথে ছাই নিয়ে আসে। নিয়মিত ড্রেজিং না হওয়ায় গঙ্গার বুকে চর গজিয়ে উঠেছে বলে দাবি করেছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। কেন্দ্রীয় সরকারের উদাসীনতায় সেই কাজ হচ্ছে না বলে দাবি তাঁর।
যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের দাবি, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ড্রেজিং করার জন্য অর্থ অনুমোদন করেছে প্রায় ৭০০ কোটি টাকা। ফারাক্কা থেকে হলদিয়া পর্যন্ত ড্রেজিংয়ের কাজ জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে শুরু হবে বলে আশাবাদী তিনি।
রাজনৈতিক তরজা যাই হোক না কেন প্রতিদিন গঙ্গা তার নাব্যতা হারাচ্ছে। বদল হচ্ছে তার গতিপথ। তাই ভাঙছে পাড়। ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। বিতর্ক সরিয়ে অবিলম্বে যাতে গঙ্গার ড্রেজিং করা হয় সেই সবাই সেই চেষ্টা করুক। এলাকার মানুষ একযোগে সেই দাবি করছে।
Free Access