রাজ্যের খবর

রেলের আপত্তিতে হচ্ছিল না পাকা রাস্তা, অবশেষে ঢালাই রাস্তা করে দাবি পূরণ

Islampur Road

The Truth of Bengal: আশপাশের এলাকায় সব রাস্তা পাকা হয়ে গিয়েছে। কিন্তু একটি রাস্তা এতদিন অবহেলিত অবস্থায় পড়ে ছিল। সেই রাস্তা পাকা করার দাবি উঠছিল। তবে এই দাবি আজকের নয়। স্বাধীনতার পর থেকে কাঁচা রাস্তা পাকা করার দাবি জানিয়ে আসছিল এলাকার মানুষ। এতদিনেও তাঁদের সেই দাবি পূরণ হয়নি। অবশেষে পাকা রাস্তা পেতে চলেছে এলাকাবাসী। জায়গাটি রেলের অধীনে। সেখানে বিটুমিনের রাস্তা করতে দিতে আপত্তি ছিল রেলের। রেলের সঙ্গে আলোচনায় বসে পুরসভা সেখানে এবার ঢালাই রাস্তা করতে চলেছে।

কাজ শেষ হলে দীর্ঘদিনের দাবি পূরণ হবে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকার বাসিন্দাদের। বুধবার ওই ওয়ার্ডের কাউন্সিলর অসিত সেনের প্রচেষ্টায় রাস্তা পাকা করার কাজ শুরু হওয়ায় খুশি বাসিন্দারা। ফিতে কেটে রাস্তার কাজের সূচনা করেন পুরসভার পুরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল। উপস্থিত ছিলেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার কমলকান্তি তলাপত্র সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা।

শান্তিনগর রেল গেট সংলগ্ন এলাকা থেকে দক্ষিণ পাড়া পর্যন্ত মোট ৯০০ মিটার রাস্তা কাঁচা ছিল। প্রথম পর্যায়ে ১৯ লক্ষ টাকা ব্যয়ে এদিন ৪৫০ মিটার রাস্তা পাকা করার কাজ শুরু হয়েছে। এই কাজ শেষ হওয়ার পর পরবর্তীতে বাকি রাস্তা পাকা করার কাজও শুরু হবে। তৃণমূল পরিচালিত পুরসভা অবশেষে এলাকার মানুষের দাবি পূরণে যে ভাবে এগিয়ে এল, তাকে সাধুবাদ জানিয়েছে গোটা এলাকার মানুষ। এবার এতদিন ধরে চলে আসা ভোগান্তি দূর হতে চলেছে এলাকাবাসীর।

Related Articles