রাজ্যের খবর

অবশেষে চুঁচুড়ায় শুরু হল সাফাইয়ের কাজ

Finally the cleaning work started in Chunchura

Truth Of Bengal: অবশেষে ২০ দিন পর চুঁচুড়া শহরের সাফাইয়ের কাজ শুরু হল। গতকাল রাতের পর শনিবার সকাল থেকে চলছে জঞ্জাল সংগ্রহ ও রাস্তা পরিষ্কারের কাজ।

অস্থায়ী শ্রমিক কর্মচারীদের দু মাসের বেতন বাকি থাকায় কাজ বন্ধ করে আন্দোলন চলছিল। ফলে জঞ্জালে ভরেছিল শহরাঞ্চল। শুক্রবার সেই সমস্যা মিটেছে।

পুরোসভাকে দেওয়া মুখ্যমন্ত্রীর তিন কোটি টাকায় দু মাসের বেতন দেওয়া হবে বলে জানিয়েছেন, বিধায়ক অসিত মজুমদার। এরপরই আন্দোলন থেকে সরে আসে শ্রমিকরা।

শুক্রবার রাতে শহরের জমা জঞ্জাল পরিষ্কার শুরু হয়। শনিবার সকাল থেকে ঘড়ির মোর,কামারপাড়া,নেতাজি সুভাষ রোড,মহত্মা গান্ধী রোড,বিবেকানন্দ রোড,ব্যান্ডেল,তালডাঙা সহ পুরসভার ৩০ টি ওয়ার্ডেই শুরু হয় জঞ্জাল পরিষ্কারের কাজ। সাফাই কর্মীরা ঝাঁট দিয়ে রাস্তা পরিষ্কার করেন। পাশাপাশি উপচে পড়া ভ্যাটগুলো থেকে গাড়ি করে জঞ্জাল সংগ্রহ করে ভাগারে নিয়ে যাওয়া হয়।

Related Articles