রাজ্যের খবর

বর্ষাকালেও দেখা নেই বৃষ্টির! সেচের মাধ্যমে দক্ষিণবঙ্গে চলছে কৃষিকাজ

Even in the rainy season, there is no rain! Agriculture is going on in South Bengal through irrigation

The Truth Of Bengal : পূর্ব বর্ধমান : পিন্টু প্যাটেল : ক্যালেন্ডার বলছে এখন ঘোরতর বর্ষাকাল। কিন্তু প্রকৃতি বলছে অন্য কথা। অন্যান্য বছর এই সময় মুষলধারে বৃষ্টি হয় কয়েক সপ্তাহ ধরে। হ্যাঁ মুষলধারে বৃষ্টি হচ্ছে কিন্তু সেই বৃষ্টি শুধুমাত্র উত্তরবঙ্গের জন্যই। দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে। তাতেই খুশি থাকতে হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষদের। পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হওয়ার কারণে ধান চাষ করতে গিয়ে রীতিমত নাজেহাল অবস্থা কৃষকদের। দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে জল সেচের মাধ্যমে কৃষি কাজ করতে হচ্ছে তাদের। এখনো পর্যন্ত ডিভিসির জল এসে পৌঁছায়নি, পূর্ব বর্ধমানের রায়না ১ব্লকের বেঁন্দুয়া বুজরুকদীঘি সহ বিভিন্ন এলাকায়। তাই সে ক্ষেত্রে সাবমারসিবল এর মাধ্যমে জল সেচ করে ধান চাষ করা ছাড়া আর কোন উপায় নেই।

সাবমারসিবল এর মধ্যে জল সেচ করে কৃষিকাজ করা যথেষ্ট ব্যয় সাপেক্ষ। আবার সব জায়গায় যে সাবমারসিবল রয়েছে এমন টাও নয়। তাই আপাতত যেসব জায়গাই সাবমারসিবল রয়েছে সেখানে ধান গাছ বপনের কাজ হচ্ছে আর যেখানে সাবমারসিবল নেই সেখানে আপাতত ধান গাছ বপনের কাজ বন্ধ রয়েছে। বীজতলার ধান গাছ শুকিয়ে যেতে শুরু করেছে জলের অভাবে। তবুও বৃষ্টির অপেক্ষাতেই রয়েছেন কৃষকরা। কারণ হাতে এখনো কিছুটা সময় রয়েছে এরপর যদি পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয় তাহলেও চাষ করা যাবে বলে জানাচ্ছেন বেঁন্দুয়া এলাকার জনৈক কৃষক শান্তি সাহা।

Related Articles