বহু প্রতীক্ষার অবসান, পূর্ব মেদিনীপুরে নতুন সেতু নির্মাণে আনন্দিত এলাকাবাসী
End of long wait, locals are happy with construction of new bridge in East Medinipur

The Truth Of Bengal: বহু প্রতীক্ষার অবসান। এবার খালের উপর সেতু নির্মাণে মিটতে চলেছে বহু মানুষের যাতায়াতের সমস্যা। বুধবার উদ্বোধন হল নতুন সেতু। যথাযথ সমস্যার সমাধানে আনন্দিত এলাকাবাসিরা।
সূত্রের খবর, পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের অধীনে চন্ডীপুর ব্লকের দিবাকরপুর মৌজায় দুনিয়া খালের উপর বহু প্রতীক্ষিত সেতু নির্মাণের উদ্বোধন সূচিত হল। ২৮ শে ফেব্রুয়ারি, বুধবার পূর্ব মেদিনীপুর জেলার মাননীয় জেলাশাসক তানভীর আফজল নারকেল ফাটিয়ে এই নির্মাণ শুভ সূচনা করেন। পরে তিনি সাংবাদিকদের সামনে বলেন ৪ কোটি ৯৯ লক্ষ ৬৫ হাজার ৫০১টাকা ধার্য হয়েছে এই সেতুটি নির্মাণের জন্য। বিখ্যাত নির্মাণ সংস্থা ম্যাকিন্টোস বার্ন কোম্পানি কে এই সেতুটি নির্মাণের ঠিকা দেওয়া হয়েছে। এই নির্মাণ কার্য্য ৫৪৫ দিনের মধ্যে সম্পূর্ণ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক,উপস্থিত ছিলেন চন্ডীপুর ব্লকের ভিডিও শ্বাশ্বত প্রকাশ লাহিড়ী এবং চন্ডীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা বর্মন মাইতি সহ অন্যান্য জেলা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও সদস্য সদস্যাগণ।
FREE ACCESS