ফের হাতির হামলা, ঘরের বেড়া ভেঙ্গে সাবার করলো মজুত ধান
Elephant attacks again, breaks down house fence and steals stored rice

Truth Of Bengal: বাড়িতে ঢুকে ঘরের বেড়া ভেঙ্গে মজুত ধান সাবার করলো হাতি। ঘর থেকে পালিয়ে প্রাণে বাচলেন বাড়ির সদস্যরা। ডুয়ার্সের মেটেলি ব্লকের উত্তর ধুপঝোড়া স্কুল পাড়া এলাকার ঘাটনা। ঘটনায় ওই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। মঙ্গলবার ভোর রাত ৪ টা তখন বাড়ির সকলেই গভীর নিদ্রায় মগ্ন। সে সময় হাতিটি উত্তর ধুপঝোরা স্কুল পাড়ায় এসে পূর্ণিমা রায়ের টিনের ঘরের বাঁশের বেড়া ভেঙ্গে মজুর ধান সাবার করে।
শব্দে বাড়ির লোকজন টের পেয়ে ঘর থেকে পালিয়ে প্রাণে বাঁচে। হাতিটি প্রায় আধঘন্টা ধরে ঘর থেকে শুর দিয়ে ধানের বস্তা বের করে সাবার করতে থাকে। পরে স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি ফের ওই এলাকা থেকে মূর্তি নদী পেরিয়ে পানঝোড়া জঙ্গলে চলে যায়। এলাকায় হাতির হানা রুখতে রাতে বন কর্মীদের টহলদারি সহ এলাকার জনগণকে হাতির হাত থেকে রক্ষার জন্য সার্চলাইট প্রদানের দাবি জানান বাসিন্দারা। ঘটনার পরে ওই এলাকায় হাতির হানার আতঙ্ক তৈরি হয়েছে। বনদপ্তরের তরফে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।