
The Truth of Bengal: মালদায় বৈদ্যুতিক টাওয়ার থেকে পড়ে এক বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে। মৃতের নাম সাইদুর রহমান (২৭)। তিনি মালদহের পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি পঞ্চায়েতের কদমতলী গ্রামের বাসিন্দা। জানা গেছে, গত শুক্রবার সাইদুর রহমান বাড়ি থেকে কাজের জন্য মালদার চাঁচলে যান। সেখান থেকে সামসীর পাওয়ার হাউস সংলগ্ন একটি মাঠে বৈদ্যুতিক টাওয়ারে কাজ করছিলেন।
এসময় তিনি অসাবধানতাবশত টাওয়ার থেকে পড়ে যান। তড়িঘড়ি করে তার সহকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। তবে মেডিকেলে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়। সাইদুরের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি বাড়িতে রোজগারের একমাত্র ছেলে ছিলেন। তার বাবা-মা, স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।
মৃতদেহ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রয়েছে। মৃতদেহ বাড়িতে পৌঁছানোর অপেক্ষায় প্রহর গুনছেন পরিবারের সকলে। মালদা জেলা পুলিশের এক আধিকারিক জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত সাইদুর টাওয়ার থেকে পড়ে যান। তবে বিস্তারিত তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।