SIR-এর জন্য চলতি সপ্তাহেই অনলাইন পরিষেবা চালু করতে চলেছে কমিশন
বেশ কিছু পরিযায়ী শ্রমিক রয়েছেন। এছাড়া সাধারণ মানুষও ব্যবহার করতে চাইছেন অনলাইন।
Truth Of Bengal: এসআইয়ার আবহে অনলাইন পরিষেবা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে। পশ্চিমবঙ্গ সহ বারটি রাজ্যে এসআইআর এর কাজ শুরু হয়ে গেছে। প্রথম থেকে অনলাইন পরিষেবা চালু কথা বললেও, কমিশন তা শুরু করতে ব্যর্থ। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের সিইও অফিসে জরুরী ভিত্তিক বৈঠক হয়। চলতি সপ্তাহে অনলাইন পরিষেবা চালু করার আশ্বাস নির্বাচন কমিশন দিয়েছে।
অনেকেই বিদেশে থাকেন। বেশ কিছু পরিযায়ী শ্রমিক রয়েছেন। এছাড়া সাধারণ মানুষও ব্যবহার করতে চাইছেন অনলাইন। সবার সুবিধার জন্যই এসআইআর সংক্রান্ত এনুমারেশন ফর্ম অনলাইনে পূরণ করার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। কিন্তু বাস্তবায়নে বাধা। বিষয়টি নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট পরিমাণে ক্ষোভ। দ্রুত যাতে চালু করা যায় তার জন্য ব্যবস্থা করতে উদ্যোগী হয় কমিশনের আধিকারিকরা। চলতি সপ্তাহে নির্বাচন কমিশনের এস আই আর সংক্রান্ত পরিষেবা অনলাইনে সম্ভব, এমনটাই এখনো পর্যন্ত আশ্বাস মিলেছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, অবশেষে এসআইআর (Special Investigation Report) সংক্রান্ত অনলাইন পরিষেবা চালু হতে চলেছে। এতদিন এসআইআর চালু থাকলেও এর অনলাইন প্ল্যাটফর্ম অকেজো ছিল, যার ফলে বিভিন্ন কাজ অনলাইনে সম্পন্ন করা যাচ্ছিল না। বৃহস্পতিবার থেকেই এই অনলাইন পরিষেবা শুরু হবে। এর মাধ্যমে সাধারণ মানুষ এখন থেকে অনলাইনেই নিজেদের এনুমারেশন ফর্ম (Enumeration Form) পূরণ করতে পারবেন। এই পদক্ষেপ নাগরিকত্ব প্রমাণ সংক্রান্ত প্রক্রিয়াকে আরও সহজ করবে বলে মনে করা হচ্ছে।






