রাজ্যের খবর

ঘাটালের মাদারস হাব ও প্রসূতি বিভাগ পরিদর্শনে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক

District Magistrate visited Mothers Hub and Maternity Department of Ghatal

Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল হাসপাতালের মাদারস হাব এবং প্রসূতি বিভাগ পরিদর্শন করতে পৌঁছান জেলাশাসক খুরশেদ আলী কাদরী। ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের মাদারস হাব এবং প্রসূতি বিভাগে ভর্তি ১১২ জন মহিলার হাতে দুর্গাপূজোর আগে উপহার হিসেবে শাড়ি তুলে দেন তিনি। ৫ জন সদ্যজাত শিশুর মায়ের হাতে ফল ও বিভিন্ন দ্রব্য সামগ্রীও প্রদান করেছেন।

বন্যা পরিস্থিতির মধ্যে ঘাটাল হাসপাতালে বিভিন্ন বন্যাপ্রবণ এলাকা থেকে ১১২ জন সন্তানসম্ভবা মাকে বন্যার জল পেরিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কেউ ট্রাক্টর চেপে কেউ সিভিল ডিফেন্স ও এস ডি আর এফ এর নৌকা চেপে বিপদ সংকুল পরিস্থিতির মধ্যে ভর্তি হন হাসপাতালে। আশা কর্মী , চিকিৎসক, সিভিল ডিফেন্সের কর্মী প্রশাসন সবাই মিলে কাজ করেছেন।  তার ফলে কোনও জীবনহানি হয়নি এবং সুষ্ঠ ভাবে সদ্যোজাত শিশু জন্মলাভ করেছে।

১১২ জন মহিলার মধ্যে, ৫৬ জন মা ইতোমধ্যেই সন্তানের জন্মদান করেছেন, তাঁরা জল কমে যেতে নিরাপদে বাড়ি ফিরে গেছেন। ২৪ জন মা সদ্যোজাত সন্তানকে নিয়ে ভর্তি আছেন হাসপাতালে, তাঁদের বাড়িতে এখনও জল রয়েছে। ৩০ জনের বেশি মা এখন রয়েছে মাদারস হাবে। প্রত্যেককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলাশাসক। এদিনের সারপ্রাইজ ভিজিটে জেলা শাসকের সঙ্গে ছিলেন পুলিশ সুপার ধৃতীমান সরকার, জেলা মুখ্য শাস্ত্র অধিকারী সৌম্য শংকর সরেঙ্গি ও ঘাটাল সুপার সোসাইটির হাসপাতালের অধ্যক্ষ।

Related Articles