
The Truth of Bengal: মঠের ভিতর থেকে মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, মহারাজ সহ আটক তিন জন। আত্মহত্যা দেওয়ার প্রোরচনা দেয়ার অভিযোগে গ্রেফতার। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার শাড়াপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের নির্মাণের গৌড়ীয় মঠে, সন্ধ্যেবেলায় বছর ৪২ এর গৃহবধূ তুলসী বিশ্বাসের মৃতদেহ দেখতে পায় মঠে আশা শিষ্যরা,তারা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে স্বরূপনগর থানার পুলিশ গিয়ে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে।মঠের মহারাজ কমল কৃষ্ণ মন্ডলকে, জিজ্ঞাসাবাদের পরে আটক করে নিয়ে আসা হয় থানায়।
মৃত তুলসী বিশ্বাসের বাড়ি অশোকনগর কল্যাণগড় থানার বিড়া এলাকায়। ওই গৃহবধূ মাঝে মাধ্যে মহারাজ কমল কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে আসত এমনই বলছেন মঠের অন্যান্য শিষ্যরা।এদিন দুপুর বেলায় ওই গৃহবধূ, গৌড়িয়া মঠে আসেন তারপর সন্ধ্যেবেলায় তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় মঠের ভিতর থেকে। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মঠে আসা শিষ্যদের মধ্যে। মৃতের পরিবারের দাবি তাকে পরিকল্পনা করে আত্মহত্যা দেওয়ার প্ররোচনা দিয়েছে ঐ মঠের মহারাজ। পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে স্বরুপ নগর থানার পুলিশ।
স্থানীয় পঞ্চায়েত ও তৃণমূল সদস্যের দাবি এই মহারাজের বিরুদ্ধে জমি আত্মসাৎ এর অভিযোগের পাশাপাশি অর্থ তছরুপের অভিযোগ রয়েছে। পাশাপাশি একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে এই মহারাজ।সঠিক তদন্ত করুক পুলিশ তাহলে আসল ঘটনা বেরিয়ে আসবে। মৃত গৃহবধূর পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা ঐ গৌড়ীয় মঠে আসে, তারপর তারা বলেন, আসল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং দোসীরা সাজা পাক। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।