কলকাতারাজ্যের খবর

আলোচনায় সংবিধান দিবস, স্টান্ডিং কমিটি নিয়ে বিরোধীদের কি বার্তা স্পিকারের

Constitution Day in discussion, what message does the Speaker have for the opposition regarding the Standing Committee?

Truth Of Bengal: রাজ্য বিধানসভায় মঙ্গলবার সংবিধান দিবসের ওপর আলোচনা হয়। আলোচনায় অংশ নিয়ে শাসক দলের সদস্যরা কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার হন। কেন্দ্রের সরকার গনতন্ত্র হত্যা করছে বলে অভিযোগ করেন। দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিচ্ছে বলে অভিযোগ তোলেন।

পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবিধানকে কেন্দ্র করে বক্তব্য  রাখতে গিয়ে বলেন, স্ট্যান্ডিং কমিটিতে বিজেপি বিধায়কদের দেওয়া হচ্ছে না। যারা কেন্দ্রীয় সুরক্ষা পায়, তাদের রক্ষা কর্মীদের বাইরে রাখা হচ্ছে বিধানসভার। আর যারা তৃণমূলের বিধায়ক তাদের সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশ থাকলে তারা ভেতরে। আবার সংবিধান দিবস নিয়ে আলোচনা হচ্ছে।

এই অভিযোগের জবাব দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সাতটা স্ট্যান্ডিং কমিটি অফার করা হয়েছিল। কিন্তু আপনারা সেটা গ্রহণ করেননি। শুভেন্দু অধিকারীর বক্তব্যের বিষয়টি নিয়ে পালটা তথ্য দিলেন রাজ্য বিধানসভার  অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

এদিন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, কেন্দ্রীয় সরকার ওয়াকফ প্রস্তাব আনছে। যা অত্যন্ত নিন্দনীয়। আমরা তো ভারতীয়। প্রথম গ্রেড দ্বিতীয় গ্রেড এভাবে ভাগ করা হচ্ছে। রাজ্যপাল রাষ্ট্রপতি যারা নির্বাচিত হবেন। কিন্তু আমরা দেখেছি যারা রাজ্যপাল এসেছেন রাজনৈতিকভাবে তাদের নিযুক্ত করা হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের মন্ত্রী তাঁকে রাজভবনে ঢুকতে দেওয়া হবে না বলা হয়েছে। যারা জিতছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের শপথ গ্রহণ নিয়ে টালবাহানা করা হচ্ছে বারবার।‌ রাজ্যপাল তো সিলেক্টেড।  এটা মনে রাখতে হবে। আমাদের যৌথ তালিকা হিসেবে বলা হয়েছে। যেদিন থেকে ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে তখন থেকে এই অধিকারের হাত দেওয়া হচ্ছে। বিভিন্ন প্রকল্প ১০০ দিনের কাজ সহ টাকা দেওয়া হচ্ছে না। মনে হচ্ছে যেন আমার পিতৃকুলের টাকা আমি দেব না।

আমাদের সংবিধান অনেক গর্বের। ক্ষমতার জোরে বিল পাস হচ্ছে। আগে বিরোধীদের সাসপেন্ড করা হচ্ছে। তারপর বিল পাস হচ্ছে। এটাতো হাস্যকর হয়ে দাঁড়াচ্ছে। আইনের বিষয়তেও হস্তক্ষেপ করছে। ভারতবর্ষের সংবিধানকে লুণ্ঠিত করছে তাদের বিরুদ্ধে গিয়ে আমাদের সময় এসেছে সংবিধানকে রক্ষা করার।

Related Articles