রাজ্যের খবর

রক্তস্নাত ছিল সেই রাত! এখনও আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে কনস্টেবল শম্পাকে, কী ঘটেছিল?

Constable Shampa is still scared

Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : সেই রাত ছিল ভয়ানক রাত! ইটের আঘাতে ক্ষতবিক্ষত হতে হয়েছিল মহিলা পুলিশ কনস্টেবল শম্পাকে! এখনও যেন চোখে মুখে আতঙ্কের চাপ।

গত ১৪ই অগাস্ট ভোর রাতে ডিউটিরত অবস্থায় দুষ্কৃতীদের ছোড়া ঢিলে গুরুতর আহত হয় রাজ্য পুলিশে কর্মরত মহিলা কনষ্টেবল। চোখে গুরুতর আঘাত নিয়ে জানালেন ওই রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা। রাতটা কি শম্পারও ছিল না?

সেদিন রাতটা ছিল মেয়েদের। কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তার দাবীতে রাস্তা দখলের রাত। আর জি কর হাসপাতালে কর্মক্ষেত্রে নির্যাতনের মর্মান্তিক শিকার হয়ে মৃত্যু হয়েছে এক মহিলা চিকিৎষকের। যাঁর জন্য সহমর্মিতায় ১৪ ই আগস্ট রাতে নারীপুরুষ নির্বিশেষে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ জড়ো হয়েছিলেন রাস্তায় রাস্তায়,, যেখানে রাস্তায় মানুষদের নিরাপত্তায় ছিলেন নদীয়ার শান্তিপুর লক্ষীনাথ পুরের বাসিন্দা কনস্টেবল শম্পা প্রামাণিক। রক্তাক্ত অবস্থায় তাকে তার অন্যান্য সহকর্মীরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চোখের চিকিৎসা হয়। পরবর্তীতে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গতকাল রাতে বাড়ি ফেরেন কনষ্টেবল শম্পা প্রামানিক। তবে প্রশাসনিক পদক্ষেপে আস্থা আছে শম্পার। যদিও তার পরিবার এখনো আতঙ্কে। তবে দোষীদের দৃষ্টান্তমূলক স্বাস্তির দাবি করেছেন শম্পার পরিবার।

Related Articles