রাজ্যের খবর

ঐতিহাসিক শালবনী তাপ বিদ্যুৎ প্রকল্পে বিদ্যুতের বিপুল চাহিদা পূরণ মুখ্যমন্ত্রীর

CM to meet huge demand for electricity at historic Shalbani thermal power project

Truth Of Bengal: বাংলায় বিদ্যুতের চাহিদা কমাবে শালবনীর এই ১৬০০ মেগাওয়াটের তাপ বিদ্যুত প্রকল্প। বিদ্যুতের উদ্বৃত্ত উৎপাদন রাজ্যকে শিল্প সম্ভাবনার শীর্ষে নিয়ে যাবে। ঐতিহাসিক বিষয় বলে শালবনীর শিল্পের সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘরোয়া প্রয়োজনের মতোই শিল্প সংস্থাগুলোয় বিদ্যুতের চাহিদা বাড়ছে। বাংলায় দরাজভাবে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছে দেশের প্রথম সারির সংস্থাগুলো। এর আগে পূর্ব ভারতে এমন প্রোজেক্ট হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

চলতি বছরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শালবনী তাপবিদ্যুত প্রকল্প চালুর কথা জানান সজ্জন জিন্দল। কথামতো এখন প্রকল্প রূপায়ণের কাজ শুরু হয়ে গেল। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শিল্পসম্ভাবনার সঙ্গে জনজীবনের চাহিদাপূরণের কথা তুলে ধরে ইতিবাচক বার্তা দেন।

রাজ্যের শিল্প সহযোগী পরিবেশ আর পরিকাঠামো নির্মাণের কাজে তাপবিদ্যুত প্রকল্প বড় ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাপ বিদ্যুতের উৎপাদন বাড়লে বিদ্যুতের দাম কমবে বলে আশা  প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি পরিসংখ্যান দিয়ে বলেন, ৭৬ হাজার কোটি টাকা খরচ করে ৭৫০টির বেশি সাবস্টেশন গড়া হয়েছে। জিন্দলদের শিল্পপার্কেও বিপুল কর্মসংস্থান হবে বলে জঙ্গলমহলবাসীকে আশ্বস্ত করেন প্রশাসনিক প্রধান। মঙ্গলবার গোয়ালতোড়ে ১১২ মেগাওয়াটের সৌরশক্তির প্ল্যান্টের উদ্বোধন  করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles