রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা, কবে কমবে গরম?
Chance of rain across the state, when will the heat subside?

Truth Of Bengal: আগামী কয়েক দিন সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমের কিছু জেলায় শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
মঙ্গলবার দক্ষিনবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। এর মধ্যে রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে।
আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার বড়সড়ো কোন পরিবর্তন নেই। বুধবার থেকে তাপমাত্রার পতন হতে পারে বলে হাওয়া অফইস সূত্রে খবর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।
মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা বাতাস বইবে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাগুলির কিছু কিছু জায়গায় ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। সপ্তাহের বাকি দিনগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে।
মঙ্গলবার তাপমাত্রা একই রকম থাকবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। বুধবার থেকে তাপমাত্রার পতন শুরু হবে। বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
কলকাতা আকাশ সকালে পরিষ্কার হলেও বেলায় মেঘ দেখা দিতে পারে। বিকেল বা সন্ধ্যায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মঙ্গলবার ও বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৮৯ শতাংশ।