খালে ভাসছে দেহ! পরিচয় জানতে তদন্তে পুলিশ
Body floating in the canal! Police are investigating to find out the identity

Truth Of Bengal: রাকেশ চক্রবর্তী, হুগলি: উত্তরপাড়া মাখলা ইটভাঁটার পাশের খাল থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। এদিকে সপ্তমীর ভোর থেকে নিখোঁজ হন স্থানীয় বাসিন্দা বছর ৫৯-এর বিহারী দাসের। স্থানীয়দের অনুমান, সোমবার সকালে যে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে তা ওই নিখোঁজ হওয়া ব্যক্তির।
ওই এলাকারই বাসিন্দা পেশায় সব্জি বিক্রেতা বিহারী দাস গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছেন। সকালে প্রাতঃকৃত্য করতে গিয়ে আর বাড়ি ফেরেননি বলে দাবী করা হয়েছে। পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। প্রৌঢ়ের এক মেয়েকে নিয়ে চলে যায় স্থানীয় এক যুবক। যা নিয়ে প্রৌঢ়ের সঙ্গে বিবাদও হয়েছিল, এমনকি হুমকিও দেওয়া হয়েছিল। তবেপুলিশে অভিযোগ করেনি পরিবার। সোমবার উদ্ধার হয় ওই বৃদ্ধের মৃতদেহ। তবে এই মৃতদেহ ওই প্রৌঢ়ের কিনা তা এখনও শনাক্ত করা যায়নি।
পুলিশ জানিয়েছে মৃতদেহ এতটাই বিকৃত হয়ে গেছে যা শনাক্ত করা কঠিন। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়না তদন্ত হবে। ইতিমধ্যেই উত্তরপাড়া থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে, শুরু হয়েছে ঘটনার তদন্ত।