রাজ্যের খবর

টাইপ-১ ডায়াবেটিস মোকাবিলায় ‘বেঙ্গল মডেল’ এখন বিশ্বের অনুসরণযোগ্য আদর্শ, বার্তা মুখ্যমন্ত্রীর

তিনি একে দেশের প্রথম রাজ্য-নির্ভর টাইপ-১ ডায়াবেটিস প্রতিরোধ কর্মসূচি বলে উল্লেখ করেন

Truth Of Bengal: টাইপ-১ ডায়াবেটিস মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ আন্তর্জাতিক স্বীকৃতি পেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে ঘোষণা করেছেন, ‘বেঙ্গল মডেল’ এখন বিশ্বের অনুসরণযোগ্য মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। (Mamata Banerjee)

আরও পড়ুনঃ জঙ্গলরাজ চলছে বিহারে! JDU প্রার্থী গ্রেফতারির ঘটনায় মোদিকে কটাক্ষ তেজস্বীর

সম্প্রতি হার্ভার্ড মেডিক্যাল স্কুলের সহযোগী অধ্যাপক ও অ-সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. জিন বুকম্যান কলকাতার এসএসকেএম হাসপাতালে এসে এই রাজ্যনেতৃত্বাধীন প্রকল্পের প্রশংসা করেছেন। তিনি একে দেশের প্রথম রাজ্য-নির্ভর টাইপ-১ ডায়াবেটিস প্রতিরোধ কর্মসূচি বলে উল্লেখ করেন। (Mamata Banerjee)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

রাজ্যের জনদরদী মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে টাইপ-১ ডায়াবেটিস মোকাবিলায় আমাদের ‘বেঙ্গল মডেল’ এখন একটি বৈশ্বিক মডেল হয়ে উঠেছে। এই উদ্যোগের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানাই।” স্বাস্থ্য দফতরের আধিকারিকদের মতে, এই প্রকল্পে প্রাথমিক নির্ণয়, বিনামূল্যে ইনসুলিন সরবরাহ এবং দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ, এই তিনটি দিককে একত্রিত করে একটি সর্বাঙ্গীণ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই মডেল ভবিষ্যতে সমগ্র দেশের জন্য একটি আদর্শ কাঠামো হয়ে উঠতে পারে। (Mamata Banerjee)

Related Articles