সাবধান! আগামী দু-দিনে আরও বাড়বে তাপমাত্রা! জানালো আবহাওয়া দফতর

The Truth Of Bengal: তীব্র গরমে হাঁসফাঁশ অবস্থা, রাজ্যবাসীর। ঝড়-বৃষ্টির কোনও পূর্বাভাস ইতিমধ্যেই নেই। তবে তাপ তরঙ্গ কিংবা Hit Waves এর আশঙ্কা রয়েছে। তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা ইতিমধ্যেই দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। এবং আগামী দুদিনে এর প্রভাব আরও বেশি পরবে বলেই জানিয়েছেন হাওয়া অফিসের আধিকারিকেরা। তারা এদিন জানিয়েছেন যে, পার্বত্য দুই জেলা ছাড়া আর কোথাও এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবং আরো সাতদিন চলবে তাপপ্রবাহ।
আগামী চারদিনে দিনে ধীরে বাড়বে তাপমাত্রা তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ওয়েদার আপডেটে। এবং সঙ্গে এও বলা হয়েছিল যে, এক থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে রাজ্যের জেলাগুলিতে।
চিকিৎসকেরা ও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল আগেই যে, খুব প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রোদে না যেতে। কারণ এই তাপপ্রবাহের জেরে বাড়বে হিট স্ট্রোকের আশঙ্কা।
একনজরের কিছু আবহাওয়া সম্পর্কিত বিশেষ আপডেট যা ইতিমধ্যেই দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে:
মহারাষ্ট্র থেকে তামিলনাড়ু পর্যন্ত যে অক্ষরেখা রয়েছে। তার জেরেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এবং যার ফলস্বরূপ শুধুমাত্র পার্বত্য দুই জেলায় এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘূর্নাবর্ত রয়েছে রাজস্থান বাংলাদেশ এবং আসাম সংলগ্ন এলাকায়। বাংলাদেশ থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। তবে এর প্রভাবে বৃষ্টির কোনও আপডেট আগামী দু-দিনে প্রায় নেই বলেই জানিয়েছেন তাঁরা।
তবে রাজ্যের অবস্থা সঙ্কটজনক! এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের ওয়েদার আপডেট:
দক্ষিণবঙ্গ: অতি তীব্র তাপপ্রবাহের ফলে চরম সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সঙ্গে এও দাবি করা হচ্ছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে যে আগামী দু-দিনে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। জার্মানির ফলস্বরূপ দক্ষিণবঙ্গ জুড়ে বাড়বে গরম, বাড়বে অস্বস্তি।
পশ্চিমের জেলা, গুলিতে থাকছে লু এর সতর্কতা। তাছাড়াও উপকূল এবং তারই সংলগ্ন জেলা গুলিতে বাড়বে গরম। ইতিমধ্যেই অতি তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়া এই সাত জেলা গুলিতে।
উত্তরবঙ্গ: দার্জিলিং ও কালিম্পং এও তাপমাত্রা বাড়বে বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকছে পাহাড় সংলগ্ন তিন জেলায়।
তবে ২৮ ও ৩০ এপ্রিল বৃষ্টির সম্ভাবনাও থাকছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। রবিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার কথা জানিয়েছিল হাওয়া অফিস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এই এলাকা গুলিতে সেকথাও বলা হয়েছিল ইতিপূর্বেই। এদিন গুলিতে উত্তরবঙ্গের মালদা সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাপপ্রবাহের জন্য সতর্ক করা হয়েছে। সঙ্গেই দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া দেখা মিলবে।
কলকাতার আবহাওয়া আপডেট: সকালে রোদঝলমলে পরিষ্কার আকাশ থাকলেও বেলা গড়াতেই আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে। তবে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বর্তমান এবং যার ফলস্বরূপ গরম ও অস্বস্তি বাড়বে।
ভিনরাজ্যের আবহাওয়া আপডেট: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে জম্মু-কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবে। তাছাড়াও হরিয়ানা চন্ডিগড় উত্তর প্রদেশ দিল্লিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলেও অনুমান করা হয়েছে। তাছাড়াও দু-এক জায়গায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে হিমাচল প্রদেশ উত্তরাখন্ড পাঞ্জাব সিকিম ওড়িশা অরুণাচল প্রদেশ এবং দক্ষিণের কেরলেও। এবং ধুলো ঝড়ের সম্ভাবনা রয়েছে রাজস্থানে।
সুতরাং বলাইবাহুল্য যে এই মুহূর্তে রাজ্যের অবস্থান এমন জায়গায় রয়েছে যেখানে এখনই গরমের হাত থেকে রেহাই নেই। সঙ্গে আগামী দু-দিন এর ফলেই বাড়বে অস্বস্তি তা একপ্রকার স্পষ্ট।