রাজ্যের খবর

হোমিওপ্যাথির শিশিতেই শিল্প সৃষ্টি,মোদির মুখ এঁকে নজর কেড়েছেন শিল্পী

Art is created in the bottle of homeopathy

The Truth of Bengal: কথায় বলে ইচ্ছা থাকলে উপায় হয়,অসম্ভবকে সম্ভব করা যায়। একথা হাতেকলমে প্রমাণ করে দেখালেন নদিয়ার তুহিন মণ্ডল। তিনি হোমিওপ্যাথি ওষুধের কাঁচের শিশির ভিতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এঁকেছেন। ১৫দিন ধরে নিরন্তর চেষ্টা চালিয়ে নিঁখুত শিল্পকর্ম উপহার দিয়েছেন সকলকে। ছোট জিনিসের মধ্যে অন্যরকম শিল্পসৃষ্টি করে তিনি তাঁর ধৈর্য্য, একাগ্রতার প্রমাণ দিয়েছেন বলে নদিয়ার মানুষজন মনে করছেন।

কোনওকিছুই ফেলে দেওয়ার নয়। যাকে আমরা অপ্রয়োজনীয় বলে ফেলে দিই। তাই পুণর্ব্যবহারযোগ্য করে কাজে লাগাতে পারে। একথা আমরা অনেকেই বুঝি। কিন্তু সেই ভাবনা কাজে লাগিয়ে তাক লাগালেন নদিয়ার বড় আন্দুলিয়ার শিল্পী তুহিন মণ্ডল। বাংলা ও বাঙালির আইকন থেকে জাতীয় স্তরের পরিচিত মুখ সবই তাঁর মাইক্রো আর্টে জায়গা পেয়েছে। এরআগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিভিন্ন মনিষীদের চিত্রপট এঁকে তাঁর ক্লাস বোঝান। হাতের কারুকাজে দৃষ্টিনন্দন সৃষ্টির উপহার দর্শকদের কাছে তুলে ধরে তাক লাগিয়েছেন তুহিন মণ্ডল। যা অন্যরা ভাবতে পারেন না,তাই দক্ষতার সঙ্গে রূপায়ণ করে এই শিল্পী বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। একদিন,২দিন নয়,লাগাতার ১৫দিন ধরে শিল্পসৃষ্টির অভিনব ভাবনাকে ফুটিয়ে তুলেছেন এই হোমিওপ্যাথি ওষুধের কাঁচের শিশির ভিতরে।

[আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে চার বছরের শিশুর শরীরে বার্ড ফ্লু ভাইরাস! উদ্বেগপ্রকাশ ‘হু’-রছরের শিশুর শরীরে বার্ড ফ্লু ভাইরাস! উদ্বেগপ্রকাশ ‘হু’-র

তিনি চান, সদ্য শপথ নেওয়া তিন বারের  প্রধানমন্ত্রীর হাতে এই উপহার তুলে দিতে।দেশের চালকের আসনে বসে থাকা নরেন্দ্র মোদির কাছে এই বাংলার সৃষ্টি পৌঁছে দিয়ে বাঙালির শিল্প-চেতনার প্রমাণ দিতে চান তুহিন মণ্ডল। প্রায় ২৪ বছর ধরে অঙ্কন শিল্পী হিসেবে কাজ করে চলেছেন তিনি। বহু কিশোর-কিশোরী এই শিল্পের সহজপাঠ নিয়ে প্রতিষ্ঠাও পেয়েছে।তাঁর অন্যরকম কিছু সৃষ্টি ভারত তথা বিশ্বসভায় সুনাম আদায় করে নিয়েছে। বিশ্ব রেকর্ড করে সাডা়ও ফেলেছেন তিনি। কয়েক মাস আগেও তুহিনের ডাক পড়ে দিল্লিতে, সেখানে অংকন শিল্পী হিসেবে অনেক দায়িত্বভার তাকে দেওয়া হয়। তবে এর আগে পেট দিয়ে ছবি এঁকে এক অনন্য নজির গড়েছিল তুহিন, আর সেখান থেকেই সারা দেশজুড়ে নাম ছড়িয়ে পড়ে তুহিন মন্ডলের।শিল্পীর আশা,এই মাইক্রো আর্ট শিল্প সমঝদার মানুষদের মন কাড়বে।

Related Articles