
Truth Of Bengal: ডুয়ার্সের মাল মহকুমার বড়োদিঘী ফরেস্ট বস্তি এলাকায় ফের বন্য হাতির হানায় মৃত্যু হল এক বাসিন্দার। মৃতের নাম নন্দু খেড়িয়া। সোমবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকা লাগোয়া জঙ্গল থেকে প্রায়ই হাতি লোকালয়ে ঢুকে পড়ে। সাধারণত হাতি এলে এলাকাবাসীরা একজোট হয়ে আলো জ্বালিয়ে কিংবা শব্দ করে তাড়ানোর চেষ্টা করেন। তবে এদিন রাতের ঘটনা ছিল সম্পূর্ণ ভিন্ন।
জানা গিয়েছে, রাতে হঠাৎ করে একটি বন্য হাতি জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং সোজা নন্দু খেড়িয়ার বাড়ির সামনে চলে আসে। পরিস্থিতি বুঝে নন্দু লাইট জ্বালান, আর তাতেই আরও হিংস্র হয়ে ওঠে হাতিটি। আচমকাই তেড়ে এসে শুঁড়ে তুলে মাটিতে আছাড় মারে তাকে। এলাকাবাসীরা চিৎকার-চেঁচামেচি করলে হাতিটি ফিরে যায় জঙ্গলে। ততক্ষণে নন্দু গুরুতর জখম হন।
পরবর্তীতে আহত অবস্থায় তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। বনদফতর সূত্রে খবর, নিয়ম অনুযায়ী মৃতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা হবে।
এই ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা বনদফতরের কাছে নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন, কারণ প্রায়শই বন্য হাতির হানা তাদের জীবনের উপর বিপদ সৃষ্টি করছে। বনদফতর সূত্রে জানা গিয়েছে, হাতিটির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভবিষ্যতে এমন ঘটনা রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।