রাজ্যের খবর

সুবর্ণরেখা থেকে উদ্ধার আট ফুটের অজগর, এলাকায় চাঞ্চল্য

An eight-foot python rescued from Suvarnarekha creates excitement in the area

Truth Of Bengal: ঝাড়গ্রাম, দেবব্রত বাগ: সুবর্ণরেখা নদী থেকে উদ্ধার অজগর সাপ। এই ঘটনার জেরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের টিকায়েতপুর এলাকায়। সেখানকার সুবর্ণরেখা নদীর জল থেকে উদ্ধার হয়েছে এক বিশালাকৃতির অজগর সাপ। ভিডিওটি দেখলে অনুমান করা যায় যে সাপটি কত লম্বা।

জানা গিয়েছে, বুধবার স্থানীয় কয়েকজন মানুষ টিকায়েৎপুর এলাকার সুবর্ণরেখা নদীর জলে এক লম্বা অজগর সাপ দেখতে পান। তার পরে তাঁরা বন দফতরে সে বিষয়ে জানান। সংবাদ পেয়ে সেখানে পৌঁছায় বন দফতরের কর্মীরা, তাঁরাই এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া অজগরটি সাপটি নাকি প্রায় আট ফুট লম্বা। এত লম্বা অজগর সাপ দেখতে এলাকার মানুষ সেখানে ভিড় জমান।

Related Articles