রাজ্যের খবর

অশোকনগরে মাছ ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি

Robbery at the fishmonger's house

The Truth of Bengal: অশোকনগর থানার বিজয়া ফার্মেসি মোর এলাকায় মাছ ব্যবসায়ী অরুন দাসের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ব্যবসায়ী অরুন দাস তার পরিবার নিয়ে শনিবার বেড়াতে যান ভিন রাজ্যে। তার গাড়ির চালক রাতে বাড়িতে থাকার কথা থাকলেও, তিনি রাতে ঘুমাতে এসে দেখেন গেট খুলে ভেতরে ঢোকা যাচ্ছে না। দরজা ভেতর থেকে বন্ধ। পরবর্তীতে তিনি বাড়িতে চলে যান।

সকালে এলাকার লোকজনদের ঘটনার কথা জানালে তারা এসে অন্যান্য আত্মীয় পরিজনের সাথে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন ঘর এলোমেলো অবস্থায় রয়েছে। আলমারি ভাঙ্গা। ব্যবসায়ী অরুন দাস তার এক আত্মীয়কে জানিয়েছেন, তার বাড়িতে এক লক্ষ টাকার নগদ ছিল এবং সোনা গহনা ছিল। তাই প্রাথমিক অনুমান, নগদ আড়াই লক্ষ টাকা ও সোনা গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা।

ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। চুরির ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। মাছ ব্যবসায়ী অরুন দাসের বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পুলিশের কাছে দাবি জানানো হয়েছে, দ্রুত চোরদের গ্রেপ্তার করা হোক এবং চুরি যাওয়া সম্পত্তি উদ্ধার করা হোক।

Related Articles