রাজ্যের খবর

ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের স্ক্রাব তৈরির গোডাউনে, ঘটনা স্থলে দমকলের দুটো ইঞ্জিন

Terrible fire

The Truth of Bengal: মৌদি দোলতলা একটি কাপড়ের স্ক্রাব তৈরির গোডাউনে আগুন। স্থানীয় মানুষজন সূত্রে জানা গিয়েছে, আটটা চল্লিশ নাগাদ এইস ক্রাব তৈরীর কারখানায় আগুন দেখতে পায়। দমকলসহ স্থানীয় থানায় খবর দিলে পুলিশ আসে  ও দমকলের দুটো ইঞ্জিন আসে ঘটনা স্থলে।

দক্ষিণ ২৪ পরগণার জেলার ঘটনা। আগুনের জেরে ঘাঁটু মোড় থেকে  শেরপুর রোডের  যান চলাচল এখনো ব্যাহত রয়েছে। এলাকার মানুষজন ঘটনাস্থলে আসে। এছাড়াও পুরো এলাকা ধোঁয়ার অন্ধকারে ঢেকে গিয়েছে, তবে এলাকার মানুষদের প্রশ্ন যে গ্রাম্য এলাকার মধ্যে এইভাবে কাপড়ে স্ক্রাব তৈরীর কারখানা কখনোই উচিত নয়।

এই সব নিয়ে প্রশ্ন তুলছে তারা। তবে দমকল কর্মীরা তারা কিন্তু এই স্ক্রাব তৈরির কারখানা প্রকৃত লাইসেন্স আছে কিনা বা কারখানার কি নাম বা দমকলের কোন  সিস্টেম ছিল কিনা সেই সকল বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন।

Related Articles