রাজ্যের খবর

কেরোসিনের স্টোভ ফেটে মৃত্যু এক ছাত্রীর

A student died in a kerosene stove explosion

মঙ্গলবার সকালে লিলুয়া থানার অন্তর্গত বিরাডিঙ্গী তরুণ বাহিনী ক্লাবের কাছে একটি ফ্ল্যাটে কেরোসিনের স্টোব ফেটে মৃত্যু হল এক ছাত্রীর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

সূত্রের খবর, বিশাখা দাস নামে দশম শ্রেণীর এক ছাত্রী তার মা ও এক ভাইয়ের সঙ্গে হাওড়া জেলার লিলুয়া থানার অন্তর্গত বিরাডিঙ্গী তরুণ বাহিনী ক্লাবের কাছে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। গ্যাস ফুরিয়ে যাওয়ায় ঘরের মেঝেতে স্টোভ জ্বালিয়ে রান্না বসিয়ে বিছানায় লেখাপড়া করছিল সে। সেই সময় ঘরে অন্য কেউ ছিলেন না। সকাল সাড়ে আটটা নটা নাগাদ প্রচন্ড বিস্ফোরণের মতো আওয়াজ শুনে পাড়া-প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন ঘরের মধ্যে আগুন জ্বলছে এবং মেয়েটি অগ্নিদগ্ধ হয়ে মাটিতে পড়ে রয়েছে।

এরপর তৎক্ষণাৎ স্থানীয়দের সাহায্যে তাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েক ঘন্টা চিকিৎসার পরে কর্তব্যরত চিকিৎসকেরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

Related Articles