রাজ্যের খবর

 একাধিক জায়গায় ফাটল সেতুতে নজর নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের

Bridge Crack

The Truth of Bengal: জাতীয় সড়কের ওপর গুরুত্বপূর্ণ সেতুতে ফাটল। ছড়িয়েছে আতঙ্ক। মালদা থেকে উত্তরবঙ্গগামী ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর গুরুত্বপূর্ণ বেহুলা সেতুর পিলারে ফাটল মেরামতে কোনও উদ্যোগ নে নেওয়ায় ক্ষোভ এলাকার মানুষের মধ্যে। বারবার জানানো হলেও কোনও উদ্যোগ নেয়নি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। মালদা থেকে উত্তরবঙ্গ যাওয়ার ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর গুরুত্বপূর্ণ বেহুলা সেতুর পিলারে ফাটল দেখা দেওয়ায় চরম আতঙ্ক ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে ওই সেতুর সংস্কার না হওয়ার কারণেই এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।

যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। এই পরিস্থিতিতে দ্রুত ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার হস্তক্ষেপ প্রয়োজন। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বেহুলা সেতু সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবিও জোরালো হয়েছে। যদিও এব্যাপারে এনএইচআইএ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরাতন মালদার মঙ্গলবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৩৪ নম্বর জাতীয় সড়কে অবস্থিত বেহুলা সেতুটি। প্রায় ৮০ মিটার লম্বা এই সেতুটি বহু পুরনো। এখান দিয়েই বয়ে গিয়েছে মহানন্দার শাখা নদী হিসাবে পরিচিত বেহুলা নদী।

প্রতিদিনই এই সেতু দিয়ে কয়েক হাজার ভারী যানবাহন চলাচল করে। পণ্যবাহী লরি থেকে সরকারি বেসরকারি বাস সহ আরও বিভিন্ন ধরনের যানবাহনের চাপে বেহুলা সেতুটি ধীরে ধীরে বেহাল হয়ে পড়েছে। অবিলম্বে সংস্কারের দাবি উঠেছে।সেতুটির বর্তমান যা দশা তাতে সে কোনও সময় বড় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। অনেক পুরনো এই বেহুলা সেতুটির সংস্কারের প্রয়োজন রয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ নজর না দিতে আরও খারাপ হতে পারে সেতুটির অবস্থা। তাই দ্রুত সেতুটির মেরামতির দাবি উঠেছে।

Related Articles