মসনদের লড়াইরাজ্যের খবর

lok sabha election 2024: মঙ্গলবার তৃতীয় দফার নির্বাচন, কমিশনকে চিন্তায় রাখছে মুর্শিদাবাদ

lok sabha election 2024: 3rd Phase election

The Truth of Bengal: রাজ্যে তৃতীয় দফায় মঙ্গলবার ভোটগ্রহণ হবে মুর্শিদাবাদ, জঙ্গিপুর ও মালদার দুই কেন্দ্রে। যথাযথ প্রস্তুতি সেরে রাখলেও মুর্শিদাবাদ চিন্তা বাড়াচ্ছে কমিশনের। সুষ্ঠু ভোট করতে আগেই দুই জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ‌্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। দেন প্রয়োজনীয় নির্দেশ। অতীত অশান্তিক কথা মাথায় রেখে তৃতীয় দফায় কমিশনের বিশেষ নজর মুর্শিদাবাদে।

রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ ৭ মে মঙ্গলবার। ভোটগ্রহণ হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। তৃতীয় দফায় মোট ৩৩৪ কোম্পানি বাহিনী থাকছে। তার মধ্যে জঙ্গিপুরে থাকছে ৬৪ কোম্পানি, করিমপুরে থাকছে ১২ কোম্পানি, দুই মালদা মিলিয়ে থাকছে ১৪৪ কোম্পানি এবং মুর্শিদাবাদে থাকছে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ, তৃতীয় দফায় মোতায়েন থাকছে মোট ৪০৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। চারটি লোকসভা কেন্দ্রে মোট ১০ হাজার ৮৯৪ জন রাজ্য পুলিশের কর্মী মোতায়েন থাকছে।

তবে পরিস্থিতি অন্যরকম হলে মুর্শিদাবাদে বাড়তি বাহিনী মোতায়েন করতে পারে কমিশন। প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে। কোথাও কোনও গোলমালের খবর এলেই দ্রুত সেখানে পৌঁছে যাবে কুইক রেসপন্স টিম ও কমিশনের অবজারভাররা।

প্রতিবার ভোটের সময় অশান্তি চেনা ছবি মুর্শিদাবাদে। অতীত ইতিহাস খুব একটা ভাল নয়। ব্যাপক অশান্তির ঘটনা ঘটে। গত বছর পঞ্চায়েত ভোটে বহু প্রাণহানি হয়েছিল এই জেলায়। ভোটের দিন কয়েক জনের মৃত‌্যু হয়েছিল। এবার যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আগে থেকেই সচেষ্ট নির্বাচন কমিশন। নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা।

তবে মুর্শিদাবাদ চিন্তায় রাখছে কমিশনকে। সুষ্ঠু ভোট করতে গত বৃহস্পতিবার দুই জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যের মুখ‌্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। দিয়েছিলেন প্রয়োজনীয় নির্দেশ।

রাজ্যে প্রথম ২ দফার নির্বাচন হয়েছে মোটের ওপর শান্তিপূর্ণ। বিক্ষিপ্ত কিছু অশান্তির অভিযোগ উঠলেও ভোট নিয়ে অসন্তোষ প্রকাশ করেনি কোনও রাজনৈতিক দল। কমিশনের ভূমিকায় সন্তুষ্ট সব দল। কোথাও কোনও রক্তপাত বা গুলি চালানোর মতো ঘটনা ঘটেনি। বাকি দফাগুলিতেও এই ভাবে ভোট করাতে চায় কমিশন। তবে মুর্শিদাবাদ কিছুটা চিন্তায় রাখছে। তবে কমিশন অতীত ঘটনার পুনরাবৃত্তি রুখতে বিশেষ নজর রাখছে কমিশন।

Related Articles