রাজ্যের খবর

বিদ্যালয়ের ট্যাংকের জল খেয়ে অসুস্থ ৩৭ জন পড়ুয়া

37 students are sick after drinking water from the school tank

Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: বিদ্যালয়ের ট্যাংকের পানীয় জল খেয়ে অসুস্থ হয়ে পড়লো স্কুলেরই ৩৭ জন পড়ুয়া। যা নিয়ে শোরগোল পড়লো এলাকায়। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মোহনপুর থানার নীলদা হাই স্কুলে।

স্কুলে ট্যাঙ্ক থেকে পানীয় জল খাওয়ার বিশেষ কিছুক্ষণ পর একে একে করে অসুস্থ বোধ করেন। পরে অসুস্থের সংখ্যা ৩০ পার হলে শিক্ষকরা স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যায় ছাত্র-ছাত্রীদের। সেখান থেকে অসুস্থ পড়ুয়াদের প্রথমে উদ্ধার করে পশ্চিম মেদিনীপুরের বাগদা গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়।

তাদের মধ্যে বেশ কিছুজনের অবস্থার অবনতি হতেই বিদ্যালয় এর পার্শ্ববর্তী এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সকল পড়ুয়াদের চিকিৎসা চলছে। ঠিক কি কারণে এই সমস্যা হলো স্কুলে তা খতিয়ে দেখছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনা কি কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। চিকিৎসার পর অনেকটাই অসুস্থ ছাত্র-ছাত্রীরা। বেশ কয়েক জনকে ছেড়ে দেওয়া হয়। গুরুতর ছাত্রছাত্রীদের এখনো হাসপাতালের অবজারভেশনে রাখা হয়েছে।

Related Articles