মন্দারমনি ঘুরতে এসে সমুদ্রে তলিয়ে গেল ২ যুবক, নিখোঁজ ১
2 youths drowned in the sea while visiting Mandarmani, 1 is missing

The Truth Of Bengal: মন্দারমনি ঘুরতে এসে সমুদ্রে তলিয়ে মৃত্যু হল দুজন পর্যটক এর। গত রবিবার বাড়ি থেকে বেরিয়ে মান্দারমনি পৌঁছায় সোমবার ৬ জনের একটি দল। তারা মন্দারমনির একটি বেসরকারি হোটেলে ওঠে। ৬ জন বন্ধু একসাথে মঙ্গলবার সকাল বেলা সমুদ্র স্নান করতে নামলে ঘটে যায় এক বিপত্তি।
৬ জন বন্ধুর মধ্যে তিনজন বন্ধু তলিয়ে যায় তার মধ্যে দুজন বন্ধুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা তাদের মৃত বলে ঘোষণা করে। একজন বন্ধুর এখনো খোঁজ পাওয়া যায়নি। মান্দারমনি কোস্টাল থানার পুলিশ ও নুলিয়াদের চেষ্টায় আরেকজন নিখোঁজ বন্ধুর তল্লাশি চলছে। নুলিয়াদের সর্তকতা অমান্য করেই তারা সমুদ্রে স্নান করতে নেমে যায়।
কি কারনে এমন দুর্ঘটনা ঘটলো তা তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যেই বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে মান্দারমনি কোস্টাল থানা পুলিশ। বৃষ্টির সময় এমনিতেই উত্তাল থাকে সমুদ্র সৈকত। তার মধ্যে সমুদ্র স্নানে নেমে বিপত্তি ঘটলো পর্যটকে। প্রত্যেকেই দুর্গাপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে।