রাজ্যের খবর

ভোটের মাঝেই দলবদল, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান ২হাজার কর্মীর

2 thousand workers left BJP and joined Trinamool Congress

The Truth of Bengal: ভোটের মাঝেই চলছে দলবদল। এবার পূর্ব বর্ধমানের ২হাজারের ওপর বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। সেই দলে রয়েছেন রাজ্যকমিটির সদস্য সন্তোষ রায়। মন্ত্রী স্বপন দেবনাথ তাঁদের স্বাগত জানান।বসিহরাটের হিঙ্গলগঞ্জে সিপিএম-কংগ্রেস ছেড়ে বহু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের হাত শক্ত করতে ঘাসফুলের পতাকা তুলে নিয়েছেন বলে জানিয়েছেন।

গতমাসে পাণ্ডবেশ্বরের বৈদ্যনাথপুর এলাকার প্রায় দেড়শোজন বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। পশ্চিম বর্ধমানের পর পূর্ব বর্ধমানে এবার ভাঙন ধরল বিরোধী শিবিরে। ভোটের মাঝে ভ্রান্ত নীতি আদর্শের কথা তুলে ধরে বিজেপি ছাড়লেন ২০০০এর ওপর কর্মী। এমনকি রাজ্য কমিটির সদস্য সন্তোষ রায় নব্যদের আধিপত্যতে বীতশ্রদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। শনিবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কার্যালয়ে চলে যোগদান পর্ব। কেন এভাবে শস্যগোলা বলে পরিচিত বর্ধমানে গেরুয়া শিবিরে ধস নামছে ? যেখানে বিজেপি দিল্লিতে ক্ষমতায় আসার কথা প্রচার করে সাড়া ফেলতে চাইছে,সেখানে কেন এই উল্টো স্রোত ? কেন উল্টপূরাণ হচ্ছে এখানে? বহিরাগত প্রার্থী অসীম সরকারকে অনেকেই মেনে নিতে পারছেন না।বাইরে থেকে প্রার্থী চাপিয়ে দেওয়ায় গণবিদ্রোহ ক্রমশ প্রবল আকার নিচ্ছে গেরুয়া শিবিরে।

কেন দলবদলের সিদ্ধান্ত নিচ্ছেন পোড়খাওয়া নেতারা? কেন শিবির বদল করছেন মাটি কামড়ে লড়াই করা বিজেপির পুরনো সৈনিকরা? শুধু পূর্ব বর্ধমানই নয়,উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুনহাট রামেশ্বর পুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য  মালেক গাজী ও তাসমিনা খাতুন, কংগ্রেসের নেতা মনিরুল ইসলাম সিপিএম ও কংগ্রেসের দেড় হাজার কর্মী সমর্থক শনিবার  তৃণমূল কংগ্রেসে  যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল হাসনাবাদের ব্লক সভাপতি আমিরুল ইসলাম সহ নেতৃত্বরা।

Related Articles