শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে উদ্ধার ১৫১ কেজি গাঁজা, গ্রেফতার চার
151 kg of marijuana recovered on Siliguri-Jalpaiguri national highway, four arrested

Truth Of Bengal: আরও একবার সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফাটাপুকুর সংলগ্ন টোল প্লাজা এলাকায় অভিযান চালায় এস টি এফ। সেখানে একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালাতেই চক্ষু চরম গাছ এসটিএফ কর্মীদের।
ওই পিকআপ ভ্যানের বিশেষ চেম্বার থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ গাঁজা। যদিও এই ঘটনায় চারজনকে গ্রেফতার করে এস টি এফ। ধৃতদের নাম মৌসম সরকার, হাবলু হুসেন, রফিকুল মিয়া ও উত্তম চন্দ্র নারায়ণ। ধৃত চারজনই কোচবিহার জেলার বাসিন্দা। এসটিএফ সূত্র জানা গিয়েছে ওই পিকআপ ভ্যানের বিশেষ চেম্বার থেকে ১৫১ কেজি গাজা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা।
এর পাশাপাশি আরও জানা গিয়েছে উদ্ধার হওয়া গাঁজা কোচবিহার থেকে নিয়ে আসা হয়েছিল শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গাঁজা পাচারের কাজে ব্যবহৃত দুটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তার খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত নেমেছে এস টি এফ।