Uncategorizedখেলা

সুপার কাপে জয়ের সরণিতে দু’দল

Super Cup`

The Truth Of Bengal: সুপার কাপের সুপার সানডে তে হাসি ফুটেছে কলকাতার দুই দলের সমর্থকদের মুখে ।  এদিন মোহনবাগান ও ইস্টবেঙ্গল খেলার ঝাঁজ এতটাই বাড়ায় যে জেতে দুদলই। শেষ পর্যন্ত ২-১ গোলে  জেতে সবুজ-মেরুন দল। অপর দিকে ইস্টবেঙ্গল ও  জিতেছে ২-১ গোলে। বিপক্ষে ছিল শ্রীনিধি ডেকান।

এক সঙ্গে দু দলই জয়ের সরণিতে। হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে জিতল মোহনবাগান।  শেষ পর্যন্ত ২-১ গোলে জেতে সবুজ-মেরুন দল। অপর দিকে এই একই দিনে ইস্টবেঙ্গল সমর্থকদের মুখেও ফুটেছে হাসি। তারাও জিতেছে ২-১ গোলে। বিপক্ষে ছিল শ্রীনিধি ডেকান। ঠিক যেন ‘সুপার সানডে’।

প্রথম ১০ মিনিটে  খেলার মধ্যে মোহনবাগানের ঝাঁজ ছিল না। আর সেটাই কাজে লাগিয়ে এগিয়ে যায় হায়দ্রাবাদ। প্রথমার্ধে যাই খেলুক না কেন মোহনবাগান দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ অনেক বেশি ছিল। একটা সময় সমর্থকদের চিন্তা বাড়লেও তা দুশ্চিন্তা তৈরি করেনি। জিতেছে দল । খেলার বয়স যখন ৮৩ মিনিট, তখন ১০ জন হয়ে যায় তারা।  এই জয়ে বেশ খুশি সমর্থকেরা। পুরনো ছন্দে বাগান শিবির কে দেখে আবেগে ভাসছেন সকলে। এই শীতেও গলা ফাটাতে ভুলছেন না তারা।

একই দিনে ম্যাচ ছিল লাল হলুদ শিবিরের। শ্রীনিধি ডেকানকে ইস্টবেঙ্গল হারাল ২–১ গোলে। ইস্টবেঙ্গলের হয়ে গোল করলেন হিজাজি মাহের এবং সিভেরিও। প্রত্যাশা মতোই এই জয় পেয়ে খুশি সকল সমর্থক। সুপার কাপ এর দ্বিতীয় ম্যাচের জয় সমর্থকদের মধ্যে প্রত্যাশার পারদ বাড়িয়ে দিয়েছে , এরপর কলকাতার দুই ক্লাবের সমর্থকদের নজর রয়েছে ১৯ জানুয়ারি দিকে। এই জয় পাওয়ার পর ইস্টবেঙ্গলের সমর্থকেরা  উত্তেজনার কয়েকগুণ বাড়িয়ে ইস্টবেঙ্গলের হয়ে গলা ফাটাতে থাকেন। কুয়াদ্রত এই জয়ে বেশ খুশি। চাইছেন ডার্বিতে এই জয় ধরে রাখতে। যেন সুপার কাপের সুপার সানডে তে দু দলের সমর্থকদের মুখেই হাসি ফোটাতে সক্ষম হয়েছে খেলোয়াড়রা।

Related Articles