Uncategorizedখেলা

বিশ্ব অ্যাথলেটিক্সের আসর এবার বসতে চলেছে ভারতে

The World Athletics Championships are going to be held in India

Truth Of Bengal: ২০০৪ সালে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল হাফ ম্যারাথন। তারপর কেটে গিয়েছে দীর্ঘ দুই দশক। ভারতের মাটিতে আর কোনও আন্তর্জাতিক মানের অ্যাথলেটিক্সের আসর বসেনি। ভারতীয় অ্যাথলেটিক্সদের এই আফশোস অবশেষে মিটতে চলেছে। আগামী বছরের ১০ আগস্ট ওড়িশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব অ্যাথলেটিক্সের একটি কন্টিনেন্টাল ২-র একটি প্রতিযোগিতা। রবিবার এই কথা ঘোষণা করা হয়েছে ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশনের পক্ষ থেকে।

এই বিষয়ে জাতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের পক্ষ থেকে এক কর্তা বলেন, দীর্ঘ অনেকদিন আমাদের অপেক্ষা করতে হয়েছে, কোনও আন্তর্জাতিক ইভেন্টের জন্য। অবশেষে আমরা সেই লক্ষ্যে সফল হয়েছি। এই প্রতিযোগিতা এবার আমাদের দেশের মাটিতে হবে, এবং তার ফলে ভবিষ্যতে ভারতের অ্যাথলেটিক্সে উন্নতির ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে।

উল্লেখ্য, অনেকদিন ধরেই দেশের মাটিতে আন্তর্জাতিক মানের ইভেন্টে নামার স্বপ্ন দেখছিলেন জ্যাভলার নীরজ চোপড়া। অবশেষে তাঁর এই স্বপ্ন সফল হতে চলেছে।

প্রসঙ্গত, এই কন্টিনেন্টাল টু বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার অধীনে হওয়া একটি প্রতিযোগিতা, যেখানে ট্র্যাক-অ্যান্ড ফিল্ডের ইভেন্টও থাকবে। বিশ্বের অন্যতম জনপ্রিয় ডায়মন্ড লিগের পরের স্থানেই রয়েছে এই প্রতিযোগিতা।

উল্লেখ্য, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে জাপানের টোকিতে বসতে চলেছে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর। তার আগে দেশের মাটিতে এই প্রতিযোগিতায় ভারতীয় অ্যাথলেটদের কাছে নিজেদের প্রমাণ করার একটি সুবর্ণ সুযোগ এই টুর্নামেন্ট।