ছুটি না নিয়ে মাটি কামড়ে লড়াই, দুই শিবিরে জোরদার তৎপরতা….
The coaches are busy trying to win the remaining matches this year.

The Truth Of Bengal: নতুন বছর আসতে আর বেশি দেরি নেই । তার আগে রয়েছে দুই শিবিরের ই রয়েছে আইএসএলে বেশ কিছু ম্যাচ। সেকারণে দুই শিবিরে রয়েছে বেশ তৎপরতা । যাতে নতুন বছরে হাসি মুখে থাকে সমর্থকেরা । আইএসএলে জয় পাওয়ার প্রচেষ্টা চলছে । সেকারণে বছর শেষ ও নতুন বছরের শুরুতে কোনো ছুটি নেই দুই শিবিরের কর্তাদের ও ফুটবলারদের ।
২০২৩ এর স্মৃতিগুলোকে সঙ্গী করে ২৪ এর পথে পা বাড়ানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তার পাশাপাশি আর কয়েকটা দিন বাকি রয়েছে নতুন বছর শুরু হতে। তার আগে মোহনবাগান ও ইস্টবেঙ্গল এর কোচরা ভীষণ ব্যস্ত কারণ মোহনবাগানকে এখনো তিনটি ম্যাচ খেলতে হবে নতুন বছর শুরু হওয়ার আগেই। এদিকে ইস্টবেঙ্গল কেউ আরো দুটো ম্যাচ খেলতে হবে পয়লা জানুয়ারির আগেই । নতুন বছরে নতুন উদ্যমে কাজ শুরু করলেও এ বছরের শেষটাতে ও বেশ উদ্যমতা থাকবে এই দুই শিবিরের কোচদের কারণ যেহেতু বেশ কিছু ম্যাচ এখনো বাকি রয়েছে।
আই্এস্এলে এ বছরের শেষে অর্থাৎ এ মাসের শেষের দিকে মোহনবাগান খেলবে ২০ ডিসেম্বর , মুম্বই সিটি এফসির সঙ্গে , ২৩ ডিসেম্বর এফসি গোয়া র বিপক্ষে। তাছাড়াও ২৭ ডিসেম্বর কেরালা ব্লাস্টার্স এফসির বিপক্ষে । ফলত বছর শেষ এবং বছর শুরুতে ও মোহনবাগান ইস্টবেঙ্গলের কোচ ও ফুটবলাররা পাচ্ছেন না কোনো ছুটি। নতুন বছর শুরু হতে আর ১৭ টা দিন বাকি এই মুহূর্তে বেশ ব্যস্ততার মধ্যে রয়েছে দুই শিবিরের দুই কোচ ই । বছরের শেষে দুই দলের দুই কোচ চাইছেন সমর্থকদের মুখে হাসিটা বজায় রাখতে সে কারণে তারা বেশ ব্যস্ত রয়েছে। আইএসএলে পরবর্তী ম্যাচগুলোতে যেন বিপক্ষ দলের কাছে পরাজিত হতে না হয় সেজন্য ভাবনা রয়েছে কোচ দ্বয়ের ।এদিকে মোহনবাগান শিবিরের জন্য বাড়তি খুশি দিমিত্রি ফিরে আসাটা। মনে করা হয়েছিল অনির্দিষ্টকালের জন্য আর মাঠে ফিরতে পারবে না চোট এতটাই গুরুতর ছিল। তার পর সুস্থ হওয়ার পর অনুশীলন করেন।
অনুশীলন শেষে জানান ১৫ বছরের ফুটবল জীবনে তিনি কখনো হ্যামস্ট্রিং য়ে চোট পাননি বলেই উল্লেখ করেছেন । সেই চোট থেকে ফিরে আসা দিমিত্রি যেন যুদ্ধ জয় করেছেন । সে তো গেল দিমিত্রির নিজের কথা। আর দল ও সমর্থকেরা খুব খুশি তাকে পেয়ে । নিশ্চিত যে জয় আসবেই । যদিও তিনি ফিরে এসেছেন এবং ম্যাচ ফিট এই মুহূর্তে। এর পরবর্তীতে যে যে ম্যাচ রয়েছে সেগুলোতে দেখা যাবে দিমিত্রিকে। কার্লোস কুয়াদ্রাতের টিম এ বার আইএসএলে এখনও অবধি ৮টি ম্যাচ খেললেও জয় পেয়েছে মাত্র ২টিতে। তাই এ বছর বাকি যে ম্যাচগুলো রয়েছে সেগুলোতে জয়ী হ্ওয়ার জন্য ব্যস্ত রয়েছেন কোচেরা ।
Free Access