Uncategorized

সাইকেলের পিছনে ধাক্কা বাইকের, আহত ২

The bike hit the back of the bike, injured 2

Truth Of Bengal : জলপাইগুড়ি : পথ দুর্ঘটনায় আহত হলেন দুইজন। রবিবার রাত ৯ টা দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি- নাথুয়া রাজ্য সড়কের কালিরহাট সংলগ্ন এলাকায়।

জানা গেছে ধূপগুড়ির দিক থেকে সাইকেল নিয়ে কালিরহাটের দিকে ফিরছিলেন এক ব্যক্তি। সে সময় দ্রুতগতির একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে এসে সাইকেলে ধাক্কা মারে। বাইকের গতিবেগ এতটাই বেশি ছিল যে সাইকেলের পিছনের চাকা খুলে যায় এবং বাইক আরোহী ছিটকে অনেকটা দূরে গিয়ে পড়েন। বিকট আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রে। খবর পেয়ে ধূপগুড়ি দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

পরবর্তীতে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাইক ও সাইকেলটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বাইক আরোহীর নাম বিশ্ব রায় বলে জানা গেছে, তবে গভীর রাত পর্যন্ত সাইকেল আরোহীর নাম জানা যায়নি। এদিকে দুজনের আঘাত গুরুতর হওয়ায় রাতেই দুজনকেই জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।

Related Articles