Uncategorizedবিনোদন
Trending

‘ওপেনহাইমার’-এর দখলে গোল্ডেন গ্লোবস,বার্বিকে হারিয়ে ৫টি পুরস্কার জিতল ছবিটি..

"Oppenheimer" captured the Golden Globes, the film won 5 awards, beating Barbie.

The Truth Of Bengal: এবারের ২০২৪ এর গোল্ডেন গ্লোবস পুরস্কার মঞ্চে জয়জয়কার ওপেনহাইমার ছবিটির। সেরা সিনেমা ও সেরা পরিচালকের খেতাব পেয়েছে এই ছবিটি। এছাড়াও, মোট ৫টি বিভাগে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে ওপেনহাইমার এবার এক নজরে দেখে নেব কারা এই ঐতিহ্যবাহী পুরস্কারের আসরে জিতে নিল ৮১তম গোল্ডেন গ্লোবসের সুদৃশ্য ট্রফি।

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলটন হোটেলে গোল্ডেন গ্লোবসের ৮১তম সংস্করণ অনুষ্ঠিত হল। গতবছর আরআরআর-এর বিশ্বজোড়া সাফল্যের পর এবার গোল্ডেন গ্লোবস-এর পুরস্কার মঞ্চে ঝড় তুলল পরিচালক ক্রিস্টোফার নোলানের ছবি ওপেনহাইমার। পরিচালক ক্রিস্টোফার নোলান জিতে নিলেন সেরা পরিচালকের পুরস্কার।

সেরা অভিনেতার পুরস্কার পেলেন এই ছবির কিলিয়ন মারফি। লস অ্যাঞ্জেলসে রবিবার, মোট ৫টি গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসের সম্মান উঠল এই ছবির মুকুটে। ‘ওপেনহাইমার’ এর জন্য সেরা অরিজিনাল স্কোরের পুরস্কার জিতলেন লুডউইগ গ্যোরানসঁ। এখানেই শেষ নয়, ‘ওপেনহাইমার’ ছবি থেকে সেরা সহ-অভিনেতার শিরোপা পেলেন রবার্ট ডাউনি জুনিয়র। ওপেনহাইমার ছবিটি ছাড়া পুওর থিংস ও বার্বি ছবিটিও বেশ কিছু পুরস্কার হাতে তুলেছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক এবারের ৮১তম গোল্ডেন গ্লোবসের আসর থেকে কারা পুরস্কার পেলেন

এক নজরে বিজয়ীরা

  • সেরা সিনেমা – ওপেনহাইমার (ড্রামা)
  • সেরা সিনেমা – পুওর থিংস (মিউজিক্যাল বা কমেডি)
  • সেরা পরিচালক – ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)
  • সেরা অভিনেতা ড্রামা – সিলিয়ান মার্ফি (ওপেনহাইমার)
  • সেরা অভিনেত্রী ড্রামা – লিলি গ্ল্যাডস্টোন (কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন)
  • সেরা অভিনেতা মিউজিক্যাল বা কমেডি – পল গিয়াম্যাটি (দ্য হোল্ডওভার্স)
  • সেরা অভিনেত্রী মিউজিক্যাল বা কমেডি – এমা স্টোন (পুওর থিংস)
  • সেরা সহ-অভিনেতা – রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)
  • সেরা সহ অভিনেত্রী – দ্য ভায়েন জয় র‍্যানডল্ফ (দ্য হোল্ডওভার্স)
  • সেরা টিভি সিরিজ ড্রামা – সাকসেশন
  • সেরা টিভি সিরিজ মিউজিক্যাল বা কমেডি – দ্য বিয়ার
  • সেরা অরিজিনাল সং – হোয়াট ওয়াজ আই মেড ফর (বার্বি) – বিলি এলিশ এবং ফিনিয়াজ
  • সেরা অরিজিনাল স্কোর – লুডউইগ গ্যোরানসঁ (ওপেনহাইমার)
  • সেরা চিত্রনাট্য – জাস্টিন ট্রায়াট এবং আর্থার হারারি (অ্যানাটমি অফ আ ফল)

এবারের গোল্ডেন গ্লোবসের লড়াইটি মূলত ছিল ওপেনহাইমার ও বার্বির মধ্যে। ওপেনহাইমার ছবিটি মোট ৮টি বিভাগে নমিনেশন পেয়েছিল অন্যদিকে, ৯টি মনোনয়ন ছিল বার্বির। এই লড়াইয়ে বার্বিকে কোনঠাসা করে মোট ৫ বিভাগে সেরার সম্মান জিতে গোল্ডেন গ্লোবস-এ যে বাজিমাত করল নোলানের ওপেনহাইমার তা আর বলার অপেক্ষা রাখে না।

Free Access