Uncategorizedআজকের দিনে

ভ্যালেন্টাইনস ডে’তে কোন রাশির মানুষকে কী উপহার দেবেন জানুন

Find out what to get your zodiac sign on Valentine's Day

The Truth of Bengal,Mou Basu: প্রেম দিবস, ভ্যালেন্টাইনস ডে-তে প্রিয়তমের কাছে ভালোবাসা প্রকাশের পাশাপাশি তাঁকে দিন বিশেষ উপহার। সেই উপহারে থাকুক আপনার প্রেমের পরশ। দেখে নিন কোন রাশির প্রেমিক বা প্রেমিকাকে কী উপহার দেবেন-

★এরিজ বা মেষ (২১ মার্চ থেকে ১৯ এপ্রিল)

প্রেমিক: আপনার প্রেমিকের রাশি যদি হয় এরিজ বা মেষ তাহলে তাঁর জন্য আয়োজন করুন রোম্যান্টিক ডিনারের, সঙ্গে থাকুক সিনেমা দেখার ব্যবস্থা।

প্রেমিকা: আপনার প্রেমিকার রাশি মেষ হলে তাঁকে দিন হীরের গয়না উপহার। বাজেটে কুলোলে দিন ব্রেসলেট বা নেকলেস।

★টরাস বা বৃষ (২০ এপ্রিল থেকে ২০ মে)

প্রেমিক: বৃষ রাশির প্রেমিক অত্যন্ত রোম্যান্টিক মনের মানুষ হন। তাই বিশেষ দিনে আয়োজন করুন ক্যান্ডেললাইট ডিনারের। তবে কোনো হোটেল বা রেস্তরাঁয় নয়। নিজের হাতে বাড়ির তৈরি খাবার বানান প্রেমিকের। সঙ্গে থাকুক শ্যাম্পেন বা ওয়াইন।

প্রেমিকা: আপনার প্রেমিকা যদি বৃষ রাশির মানুষ হন তা’হলে গোটা বাড়ি পরিষ্কার করুন। ফুল আর বাড়ি সাজানোর জিনিস দিয়ে সাজিয়ে তুলুন। এরপর বিশেষ মানুষটিকে নিয়ে যান রোমান্টিক ডিনার ডেটে বা ছোটোখাটো কোনো বেড়ানোর ট্রিপে।

★জেমিনি বা মিথুন (২১ মে থেকে ২০ জুন)

প্রেমিক: মিথুন রাশির পুরুষ গ্যাজেটপ্রিয় তাই ব্লুটুথ হেডফোন বা কোনো গ্যাজেটস উপহার দিন। মিথুন রাশির মানুষ জীবনে বৈচিত্র্য পছন্দ করেন। এঁরা প্রচণ্ড বুদ্ধিমান হন। বিভিন্ন ধরনের বই পড়তে ভালোবাসেন। ভালোবাসেন নতুন নতুন জায়গায় বেড়াতে যেতে। তাই ভ্রমণ বিষয়ক কোনো বই উপহার দিতে পারেন। সারপ্রাইজ বেড়ানোর ট্রিপের আয়োজন করতে পারেন। আঙটি, হাতঘড়ি, শার্ট, কোট, ব্রেসলেট উপহার দিতে পারেন।

প্রেমিকা: প্রেমিকা মিথুন রাশির মানুষ হলে কবিতা লিখে উপহার দিন। এছাড়া সুগন্ধি উপহার দিতে পারেন।

★ক্যানসার বা কর্কট  (২১ জুন থেকে ২২ জুলাই)

প্রেমিক: আপনার নিঃস্বার্থ ভালোবাসা বোঝাতে কর্কট রাশির প্রেমিককে পার্সোনালাইজড ফটোফ্রেম উপহার দিন। নিজেদের ছবি সমেত কোলাজ দিয়ে সাজিয়ে তুলুন সেই ফটোফ্রেম। এছাড়া অবশ্যই পছন্দের নানা খাবার নিজের হাতে রান্না করে খাওয়ান।

প্রেমিকা: মুক্তো বা রুপোর গয়না উপহার দিতে পারেন। ঘরকুনো কর্কট রাশির প্রেমিকাকে দিন গৃহস্থালির সরঞ্জাম, ঘর সাজানোর জিনিসপত্র।

★লিও বা সিংহ (২৩ জুলাই থেকে ২২ আগস্ট)

প্রেমিক: ফ্রেঞ্চ শ্যাম্পেন, বিলাসবহুল রেস্তরাঁ বা হোটেলে রাজকীয় খাওয়াদাওয়ার আয়োজন করুন। পার্সোনালাইজড গিফটের পাশাপাশি নাটক বা সিনেমা দেখার বন্দোবস্ত করতে পারেন।

প্রেমিকা: একগোছা লাল গোলাপ, সুন্দর পোশাক, খাবার।

★ভার্গো বা কন্যা (২৩ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর)

প্রেমিক: কন্যা রাশির প্রেমিক কিছুটা আত্মকেন্দ্রিক হন। তাঁদের মন জয় করা সহজ নয়। ডেস্ক ল্যাম্প, ল্যাপটপ, ডিজিটাল ডায়েরি বা গ্যাজেটস উপহার দিতে পারেন।

প্রেমিকা: সুন্দর টেবিলের ঢাকা, ইন্ডোর প্ল্যান্টস, পেন্ডেন্ট, সুন্দর আয়না উপহার দিতে পারেন।

★লিব্রা বা তুলা (২৩ সেপ্টেম্বর থেকে ২১ নভেম্বর)

প্রেমিক: এমপি৩ প্লেয়ার, হেডফোনের মতো গান শোনার যন্ত্র উপহার দিতে পারেন। এছাড়া টাই বা কাফলিংও রাখতে পারেন উপহারের তালিকায়।

প্রেমিকা: পার্স বা হ্যান্ডব্যাগ, সুগন্ধি, প্রসাধনী, সুগন্ধি মোমবাতি, টেডিবিয়ার, একগোছা লাল গোলাপ, গৃহস্থালির জিনিসপত্র।

★স্করপিও বা বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

প্রেমিক: চামড়ার ওয়ালেট বা জ্যাকেট, গান শোনার সরঞ্জাম বা কোনো গানবাজনার যন্ত্রপাতি, থ্রিলার বই, এক বাক্স চকোলেট, রেড ওয়াইন, সুগন্ধি।

প্রেমিকা: গয়না, চামড়ার হ্যান্ডব্যাগ, সুগন্ধি, জামাকাপড়

স্যাজিটারিয়াস বা ধনু (২২ নভেম্বর-২১ ডিসেম্বর)

প্রেমিক: খেলোয়াড়দের হাতে যেমন হাতঘড়ি তেমন স্পোটি ওয়াচ, পার্সোনালাইজড পাসপোর্ট বা মোবাইল কভার, শরীরচর্চার যন্ত্রপাতি।

প্রেমিকা: ধনু রাশির মেয়েরা হন ভীষণ ফিটনেসফ্রিক, তাই তাঁদের দিন কোনো জিমের সদস্যপদ, শরীরচর্চার ভিডিও, ডিজিটাল ক্যামেরা।

★ক্যাপ্রিকর্ন বা মকর (২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি)

প্রেমিক: আভিজাত্যপূর্ণ মকর রাশির মানুষকে উপহার দিন স্টাইলিশ ব্যাগ, গয়না, ওয়াইন, পেন, হাতঘড়ি, সিল্কের স্কার্ফ, ইতিহাস সম্পর্কিত কোনো বই।

প্রেমিকা: অ্যান্টিক গয়না, সুগন্ধি।

★অ্যাকুয়ারিয়াস বা কুম্ভ (২০ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি)

প্রেমিক: সায়েন্স ফিকশনের বই, একসঙ্গে সিনেমা দেখা বা জাদুঘরে ঘুরে দেখার পরিকল্পনা করুন।

প্রেমিকা: ভিডিও প্লেয়ার, সিডি প্লেয়ার, পেন্ডেন্ট।

★পাইসেস বা মীন (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ)

প্রেমিক: দামি ছবি, ক্যামেরা, অ্যাকুয়ারিয়াম, বেড়ানোর টিকিট।

প্রেমিকা: ফটোগ্রাফির ওপর বই, কবিতার বই, সুগন্ধি মোমবাতি।

Related Articles