
The Truth of Bengal: সামনেই পুজ , পেয়ে যাবেন লম্বা ছুটি । এই ছুটিতে কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে চান? তাহলে ঘুরে আসুন উত্তরবঙ্গের আরও এক নতুন পাহাড়ি ডেসটিনেশন রংবুল থেকে। সোনাদা হয়ে ঘুমের দিকে যে রাস্তা চলে গিয়েছে তারই কিছুটা এগিয়ে রয়েছে এই পাহাড়ি গ্রাম। রংবুল কে অনেকে চেনেন কলেজ ভ্যালি নামে। ফুল, ফল, সবুজে ঘেরা এই গ্রামে গেলে প্রকৃতির নৈসর্গিক দৃশ্যকে উপভোগ করতে পারবেন । শিলিগুড়ি থেকে মাত্র ৭০ কিমি দূরে রয়েছে এই গ্রাম । পাহাড়ের ধাপে ধাপে দেখতে পাবেন চা বাগান। শহরের দুষিত বাতাস নিতে নিতে হয়তো ভুলেই গেছেন বিশুদ্ধ বাতাসের স্বাদ কেমন হয়। তাই এই পাহাড়ি গ্রামে কিছুদিন গিয়ে থেকে আসুন এবং নিয়ে আসুন একরাশ বিশুদ্ধ বাতাস।
প্রায় প্রতিটি ঘরে দেখতে পাবেন অর্কিড । পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে পায়ে হেঁটে গেলে শুনতে পাবেন হরেক পাখির কিচিরমিচির ডাক। একপাশে সবুজে ঘেরা গ্রাম এবং একপাশে পাহাড়ি ঝর্না বয়ে চলেছে নিজের ছন্দে। যে দৃশ্য দেখলে আপনি আর ফিরে আসতে চাইবেন না এই শহুরে ব্যস্ত জীবনে। সূর্য অস্ত যাওয়ার সময় আকাশের রঙ নীল থেকে হয়ে যায় কমলা। পাহাড়ের গায়েও পড়ে লাল রঙের সূর্যের ছটা। রংবুল গেলে তাকদার বিখ্যাত হাঙ্গিং ব্রিজের অ্যাডভেঞ্চার নিতে অবশ্যই ভুলবেন না । এছাড়াও রংবুল থেকে ঢিল ছোড়া দূরে রয়েছে লামাহাট্টার।
লামাহাট্টার এমন এক জায়গা যেখানে হ্রদের ধারে চুপ করে দাঁড়িয়ে আছে অসংখ্য বৃদ্ধ পাইন। কাছেই রয়েছে ঘুম তাই ইচ্ছে হলে টয় ট্রেনে চেপে ঘুরে আসতে পারেন । ভাবছেন তো কিভাবে যাবেন? হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন উত্তরবঙ্গের ছোট্ট পাহাড়ি গ্রাম রংবুল থেকে । রংবুলে হাতে গোনা কয়েকটি হোম স্টে রয়েছে তাই রাত্রি যাপনের ক্ষেত্রে চিন্তার কোন কারন নেই । তাই চলতি বছর পুজর ছুটি পেলেই আর কোন ভাবনা চিন্তা না করে লোটা কম্বল নিয়ে বেড়িয়ে পড়ুন রংবুলের উদ্দেশ্যে।
Free Access