সমুদ্র পাড়ে একটু একান্তে সময় কাটাতে চান? তবে ঘুরে আসুন অন্ধ্রপ্রদেশের অন্যতম সেরা অফবিট ডেস্টিনেশন ভিমনিপত্তনম থেকে
Visit Vimanipatnam, one of the best offbeat destinations in Andhra Pradesh

The Truth Of Bengal, Mou Basu : বিশাখাপত্তনমের খুব কাছে অন্ধ্র প্রদেশের অন্যতম সেরা সমুদ্র সৈকত হল ভিমনিপত্তনম। আদর করে যাকে ডাকা হয় ‘ভিমলি’ বলে। ভারতের পূর্ব উপকূলে এই অঞ্চলে পাহাড় এবং সমুদ্র একদম গায়ে লেগে থাকে। মনে হয় যেন পাহাড়ের গায়ে হেলান দিয়ে রয়েছে সমুদ্র। অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না। বিশাখাপত্তনম শহর থেকে ৩২ কিলোমিটার দূরে রয়েছে এই সমুদ্র সৈকত। বিচ রোড ধরে ঋষিকোন্ডা পেরিয়ে কিছুটা দূরে গেলেই চোখে পড়বে ভিমলি বিচ। সাগরের উত্তাল তরঙ্গের ওঠাপড়া দেখতে দেখতে সুন্দর রাস্তা ধরে পৌঁছে যাবেন ভিমলির নয়ন ভোলানো সমুদ্রতটে। প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন।
ভিমলির সমুদ্রে পূর্বঘাট থেকে এসে মিলেছে গোস্তানি নদী। নদী আর সাগরের এই সঙ্গমস্থলকে কখনো সখনো যেন কল্পলোকের দৃশ্য বলে মনে হয়। শান্ত, নির্জন ভিমলির সমুদ্র সৈকতকে ঘিরে রেখেছে নারকেল গাছের সারি। কাজুগাছের বন বিথীকায় ছাওয়া লাল মাটির ঢিপি, অনন্ত নীল জলরাশি আর সোনালী তট নিয়ে ভিমলি এতই মনোমুগ্ধকর যে একেক সময় স্থবির হয়ে বসে থাকতে ইচ্ছে হয়। বিশাখাপত্তনমের সবচেয়ে নিরাপদ সমুদ্র সৈকত হল ভিমলি। সপ্তদশ শতকে ভিমলি ছিল এক নামকরা ডাচ বন্দরনগরী। তার অনেক কিছু নিদর্শন এখনো দেখতে পাওয়া যায়।। সপ্তদশ শতকের এক ডাচ দূর্গের কিছু নিদর্শন দেখা যায়। ১৮৬৮ সালে নির্মিত এক লাইট হাউজের দেখা মেলে। এখানে রয়েছে ১৮ শতকে নির্মিত “রেড চার্চ” আর শতবর্ষ পেরনো আন্ধ্রা বাপ্টিস্ট চার্চ।
ভিমলির পাভুরাল্লাকোন্ডায় রয়েছে ১৪ শতকে মিন্ডি রাজাদের আমলে তৈরি নরসিংহ মন্দির। ভিমলির সঙ্গে বৌদ্ধ যুগেরও সম্পর্ক আছে। বোজ্জানাকোন্ডা, বাভিকোন্ডা, লিঙ্গলাকোন্ডা, পাভুরাল্লাকোন্ডা, সালিহুন্ডাম আর তোতলাকোন্ডায় রয়েছে নানান বৌদ্ধ যুগের স্থাপত্যের নিদর্শন। এছাড়াও রয়েছে ‘হলান্ডার গ্রিন’ নামে ডাচ সমাধীস্থল। এসব দেখে ভিমলিতে প্রাচীন ইতিহাসের স্বাদ পাওয়া যায়। অনেকে বলেন, ভিমলির নাম হয়েছে পাণ্ডবপুত্র ভীমের নামানুসারে। জনশ্রুতি যে, ভীম এখানে বকাসুরকে বধ করেন। সেই জয়কে স্মরণীয় করে রাখতে তিনি পাহাড়ের মাথায় দেবী লক্ষ্মীর মূর্তি স্থাপন করেন। ভিমলিতে রয়েছে রাম-সীতার আর হনুমান মন্দিরও। ভিমলিতে রয়েছে নানান অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থাও। সব মিলিয়ে ইতিহাস, পুরাণ ও প্রকৃতি, সবকিছুর সুন্দর সহবস্থান রয়েছে ভিমলিতে।
FREE ACCESS