ভ্রমণ

রাজকীয় বংশের শ্বেতশুভ্র মন্দির দেখেছেন? তাহলে অবশ্যই ঘুরে আসুন কোচবিহারের শ্বেতশুভ্র মদন মোহন মন্দির

Visit the white Madan Mohan Temple in Cooch Behar

The Truth of Bengal: অফবিট পাহাড়ি ডেস্টিনেশনে তো আপনাদের মাঝে মধ্যেই নিয়ে যায়, এবার নিয়ে যাব সুন্দর সাদা ধবধবে মন্দিরে। কোচবিহারে রয়েছে মদন মোহন মন্দির। চারচালা এই মন্দির দেখে সত্যি আপনি মুগ্ধ হবেন। এই মন্দির খোলা থাকে সকাল ৯ টা থেকে এবং বন্ধ হয় রাত্রি ৮ টায়। তাই এই মন্দির দর্শন করতে গেলে এই সময়ের মধ্যেই আপনাকে মন্দির চত্বরে পৌঁছে যেতে হবে।

পাহাড়,জঙ্গল,সমুদ্র তো অনেক ঘুরলেন! কখনও রাজকীয় বংশের শ্বেতশুভ্র মন্দির দেখেছেন? না দেখে থাকলে একেবারে সোজা পৌঁছে যান কোচবিহার। সেখানেই রয়েছে ২০৬ বছরের পুরনো মন্দির মদন মোহন। ১৮৮৫ থেকে ১৮৮৯ সালের মধ্যে এই সাদা ধবধবে মন্দির নির্মাণ করেছিলেন মহারাজ নৃপেন্দ্রমহারাজ। এই মন্দির একবার দেখলে আপনার চোখ জুড়িয়ে যেতে বাধ্য।

প্রতিবছর এই মন্দিরে ধুমধাম করে প্লিত হয় রাস উৎসব, দোলউৎসব ও আরও কত কি। বছরের পর বছর ধরে এইসব উৎসবে সামিল হতে এসে থাকেন হাজার হাজার পুণ্যার্থী। এই মন্দিরে ভগবান মদনমোহনের পাশাপাশি পূজিত হন মা কালী, মা তারা এবং মা ভবানী। এই মন্দির দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় সকাল ৯ টা থেকে এবং বন্ধ করে দেওয়া হয় রাত্রি ৮ টা নাগাদ। মন্দিরে প্রবেশের জন্য কোনও মূল্যের প্রয়োজন হয়না এখানে। কিন্তু যদি আপনার মন্দিরের ভোগ খাওয়ার ইচ্ছে থাকে তাহলে আপনাকে ১০ টাকা দিয়ে কুপন কাটতে হবে। সাদা চারচালা মন্দিরের ভিতরে মদনমোহনের বিগ্রহটি আসলে কোচবিহারের মহারাজের গৃহদেবতা।

প্রতিবছর রাসের সময় এখানে বিশাল মেলা বসে। কি নেই এই মেলাতে। এই মন্দিরের ভিতরে রয়েছে ৫ টি কক্ষ। প্রতিটি কক্ষের ভিতরেই রয়েছে ভগবানের মূর্তি। মদন মোহনের মূল মন্দিরের বাঁ দিকে রয়েছে মা কাত্যায়নী, মা জয় তারা ও মা অন্নপূর্ণার মূর্তি। যে মূর্তি গুলি রুপোর সিংহাসনে উপর রাখা রয়েছে।

এই মন্দির চত্বরে দেখতে পাবেন কিছু তিনের চাল দেওয়া দরজা জানালা বিহিন ছোট ছোট ঘর। এখানে রাস মেলার সময় বিভিন্ন মূর্তি অস্থায়ী ভাবে বসানো হয়। এই মন্দির দেখতে গেলে আপনাকে ট্রেনে করে পৌঁছে যেতে হবে কোচবিহার। কোচবিহার শহরের কেন্দ্রস্থলেই অবস্থিত এই মন্দির। তাই যেতে বেশি সময় খরচা হবেনা আপনার।

Related Articles