
The Truth of Bengal: সপ্তাহান্তের ছুটিতে কোথায় যাবেন ভাবছেন? এই বর্ষায় ভরা জঙ্গলে বা পাহাড়ি এলাকায় না গিয়ে চলুন কোথাও কাছাকাছি ঘুরে আসা যাক। এবারের গন্তব্য হিসাবে যাওয়া যাক পূর্ব মেদিনীপুরে। ভাবছেন পূর্ব মেদিনীপুর গিয়ে আবার কি করবেন? রাজা দের কথা কেবল মা ঠাম্মাদের গল্পতেই শুনেছেন কখনও নিজে রাজকীয় ভাবে থাকার সৌভাগ্য না হলে পৌঁছে যেতে পারেন পূর্ব মেদিনীপুর।
সপ্তাহান্তে মাত্র দু দিন ছুটি। দু দিন একটু হাওয়া বদল করে আসলে আপনার কাজের ক্ষেত্রেও মন বসবে। দূরে কোথাও না গিয়ে ঘুরে আসুন কলকাতার কাছেই। ভাবছেন কোথায় যাবেন? কলকাতা থেকে পূর্ব মেদিনীপুরের দূরত্ব খুব একটা বেশি নয়। অনেকের ধারণা এই পূর্ব মেদিনীপুরে দেখার মত জায়গা আদেও কিছু নেই। কিন্তু সেই ধারণা পুরোপুরি ভুল। পাহাড় সমুদ্রের বাইরে যারা একটু অন্যরকম জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন তাদের জন্য রইল পূর্ব মেদিনীপুরের একটি গ্রাম পঁচেটগড়। কলকাতা থেকে ১৮৫ কিলোমিটার দূরে রয়েছে এই পঁচেটগড়। পূর্ব মেদিনীপুরের পটাশপুর ব্লকের মধ্যে পড়ে পঁচেটগড়। এখানে রয়েছে একটি বিশাল বড় রাজবাড়ি। এই রাজবাড়ি পুরো প্রাসাদের মত দেখতে। এই বাড়িকে বলা হয় পঁচেটগড়ের জমিদার বাড়ি। মোটা আর উঁচু থাম্বা ওয়ালা এই সাদা রঙের রাজবাড়ির সঙ্গে যুক্ত ইতিহাসের অনেক কাহিনী।
সেই পুরনো আমলের খিলানের বারান্দা, সবুজ রঙের খরখরি জানালা, কড়িকাঠের ছাদ দেখতে পাবেন এই রাজবাড়িতে আসলে। ২০১৮ সালে এই রাজবাড়ি হেরিটেজ তকমা পেয়েছে। এর পর থেকেই এখানে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে। দিঘা থেকে এই রাজবাড়ির দূরত্ব ৭০ কিলোমিটার। এই রাজবাড়িতে বছর পর বছর ধরে এখনও হয় দুর্গা পুজো। গ্রামের সকল মানুষ মিলিত হয় এই পুজোতে। এখানে রয়েছে একটি জলসা ঘরও। যেখানে যদুভট্টের সেতার এবং গানের খাতা রয়েছে। এখানে প্রতিবছর পালিত হয় রাস মেলা। এখানে যেতে চাইলে আপনাকে হাওড়া থেকে বা এসপ্ল্যানেড থেকে বাসে করে পৌঁছে যেতে হবে সিংদা। সেখান থেকে টোটো বা অটো করে পৌঁছে যান এই নতুন গন্তব্যে।