
The Truth of Bengal: ঘুরতে যেতে মন চাইছে? কিন্তু একদম সাধারণ প্রাকৃতিক পরিবেশে যেতে পছন্দ করেন আপনি? এদিকে একঘেয়ে জায়গা আর ভালো লাগছে না। এবার বেশ কিছু অফপিট ঘুরতে যাবার জায়গা রয়েছে আমাদের লিস্টে। তবে চলুন আজকে আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের সব থেকে বড় অস্বক্ষুরাকৃতি হ্রদে। যেখানে ইছামতি নদী ছেড়ে গেছে তার বাঁক। এখানে রয়েছে নদী আর সবুজ গাছের সুন্দর সমাহার। সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্য থাকলেও এখানের নদীটি কিন্তু সামান্য আলাদা।
এটি শুধু নদী নয় এটি একটি অশ্বখুরাকৃতি হ্রদ। এই নদীটি দেখলেই আপনি বুঝতে পারবেন তার আকৃতি। পরিষ্কার স্বচ্ছ জল। চাইলে নিজের রসনা তৃপ্তি করতে এখানের জলে একবার ডুব দিতে পারেন। এত সুন্দর একটি মনোরম পরিবেশ এখানে বিরাজ করে যে সম্পূর্ণ পরিবারকে নিয়ে এখানে কিছু সময় কাটাতেই পারেন। এখানে আসার জন্য খুব বেশি খরচ আপনার পকেট থেকে হবে না।
শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ধরে আপনাকে প্রথমে আসতে হবে গোবরডাঙ্গা। সেখান থেকে একটি অটো ধরলেই সোজা আপনি এই হ্রদে চলে আসতে পারবেন। এই হ্রদে এসে কিছুটা সময় প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে ঠান্ডা হাওয়ায় কাটিয়ে নিন। এরপরেই হ্রদের ঠিক ওপরে রয়েছে রামকৃষ্ণ মঠ। এই মঠটির আবার ঐতিহাসিক ঘটনা আছে। যেটা আপনি এখানে বেড়াতে আসলেই জানতে পারবেন। তাহলে আর দেরি কেন চলুন হাতে একটা দিন সময় নিয়ে ঘুরে আসা যাক বেড়ির বাওর থেকে।
Free Access