
The Truth of Bengal: ভ্রমনপিপাসুদেরকে কখনই হতাশ করেনা ডুয়ার্স। ডুয়ার্সের জঙ্গলে ঘেরা নানা প্রাকৃতিক সৌন্দর্য সবসময় আকর্ষণ করে পর্যটকদের। তবে পর্যটকরা চান প্রকৃতির কোলে নিরিবিলি জায়গা ভ্রমণে। আর সেই রকমই এক নিরিবিলি জায়গা হল ভুটান সীমান্ত ও ডুয়ার্সের জঙ্গলের মধ্যবর্তী মনোরম পরিবেশে ঘেরা উপত্যাকা টোটোপাড়া। ভারতে একমাত্র এই অঞ্চলেই বসবাস করে টোটো নামক উপজাতি। চারপাশ ঘেরা ছোট বড় বনানী ভর্তি সবুজ পাহাড় যা দেখলে আপনার চোখ মুগ্ধ হয়ে উঠবে।
ডুয়ার্স মানেই সকলে ভাবেন চিলাপাতা, বক্সা, চা বাগান, জলদাপারা অভয়রণ্য কিন্তু এখানে যে আরও কত অজানা ডেসটিনেশন আছে টা অনেকেই জানেন না। আপনি যদি যেতে চান জলদাপারা তাহলে সেখান থেকে অনায়াসেই যেতে পারবেন টোটোপাড়া । এখানে নিজের গতিপথে বয়ে চলেছে কাউড়ি নদী। টোটোপাড়ায় রয়েছে ছোট্ট একটি বাজার। সেখানে রয়েছে হাউলি নদী। হাউলি নদীকে ঘিরেও গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। সেখানে রয়েছে ডলমাইট ও লাইমস্টোন। ভুটান পাহাড়ের কাছেই রয়েছে লাইমস্টোন।
সেখানকার স্থানীয়রা এই লাইমস্টোন তুলে জীবিকা নির্বাহ করে। এখানকার সাধারণ মানুষরা থাকে টিন ও বাঁশের তৈরি বাড়িতে। ভুটানিদের সঙ্গে স্থানীয়দের ভাষার মিল রয়েছে টোটোপাড়ায় । তবে খুব বেশি জনবসতি নেই এই অঞ্চলে। মাত্র ১৬০০ জনজাতির বাস এখানে। এখানে গিয়ে পাহাড়ি পরিবেশে সময় কাটানোর পাশাপাশি পাহাড়ি পাখিদের মিষ্টি মধুর ডাক শুনেও আপনি মুগ্ধ হবেন। ভাবছেন এবার কি ভাবে যাবেন? ট্রেনে বা বিমানে দুটি ভাবেই যেতে পারবেন আলিপুরদুয়ার। আর সেখান থেকেই গাড়ি ভাড়া করে পৌঁছে যান টোটোপাড়ায়।