ভ্রমণ

ঘন সবুজ পাহাড়, মেঘের খেলা, পাহাড়ের কোল বেয়ে নামছে ওয়েনিয়া জলপ্রপাত

The offbeat destination is Wenya Falls

The Truth of Bengal: “চেরাপুঞ্জির থেকে একখানি মেঘ ধার দিতে পারো গোবি সাহারার বুকে?” কবির এই আবেদনের সঙ্গে কদিন ধরেই  একাত্মতা হচ্ছিলেন শহরবাসী। কারণ  দক্ষিণ বঙ্গ ছিল  বৃষ্টি হীন। চাতকের মতো দক্ষিণ বঙ্গ বাসি চেয়ে ছিল মেঘের পানে একটু বৃষ্টি যদি হয়। জুড়োবে শহর। আর এই অবস্থায় মেঘের টানে বহু পর্যটকেরায় ছুটে গেছেন মেঘালয়ে। কারণ মেঘালয়ের অপরূপ সৌন্দর্য হাতছানি দেয় পর্যটকদের কে । এখানের জলপ্রপাত , এখানকার লেক দেখতে বছরের নানান সময়ে বহু পর্যটক হাজির হন প্রকৃতির এই অপার সৌন্দর্য মাখা ভূমিতে। এখানকার উল্লেখযোগ্য দর্শনীয়  স্থান ওয়েনিয়া জলপ্রপাত। মেঘালয়ের যে যে গুপ্তধন রয়েছে তার মধ্যে অন্যতম এটি।

প্রায় হাজার ফুট উচ্চতা থেকে সাদা ধোঁয়া তৈরী করে জলরাশির ধারা নেমে চলে নীচের দিকে। ঘন সবুজ গাছপালাতে মোড়া পাহাড়ের বুক চিঁড়ে নেমেছে এই জলপ্রপাত। সঙ্গে জলের তীব্র গর্জন। এখানে বেশ বড় বড় নানান ধরনের গাছ্ও রয়েছে। আর এই জলপ্রপাত দেখার জন্য পাহাড়ের কোল বেয়ে নামতে হয় নিচের দিকে। সেকারণে  সিঁড়ি তৈরি করা রয়েছে । নংখনুম দ্বীপ থেকে আট ন’ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জলপ্রপাত। এখানে জলপ্রপাতের শব্দে মোহিত হ্ওয়ার পাশাপাশি রামধনুর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

জলপ্রপাত এর সঙ্গে বাষ্প ছড়িয়ে পড়ে চারপাশে। যে সমস্ত পর্যটকরা দাঁড়িয়ে জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করেন তারা মাঝে মাঝে অনুভব করেন এই বাস্পো এসে লাগে তাদের গায়ে । মেঘালয় পৌঁছানোর পর ব্যক্তিগত গাড়িতে এই জলপ্রপাত এর কাছে পৌঁছতে হবে আপনাকে। অক্টোবর থেকে ফেব্রুয়ারি এই জলপ্রপাত দেখার সেরা সময় হলেও বছরের নানান সময়ে ভিড় হয় এখানে। আপনি বিমানে কলকাতা থেকে গুয়াহাটি পৌঁছানোর জন্য গুয়াহাটির লোকপ্রিয়া গোপীনাথ আন্তর্জাতিক বিমানবন্দরে  যেতে পারেন।  তারপর গাড়িতে করে পৌঁছতে পারেন ওয়েনিয়া জলপ্রপাতের কাছে ।

Related Articles