
Truth of Bengal: আপনি কী প্রকৃতির সৌন্দর্য্য ও তীর্থস্থান এক যায়গায় খুঁজছেন? যাতে চোখ ও মন দুই শান্তি পায়! তাহলে আজ আপনাকে নিয়ে যাব এই দুইয়ের মেলবন্ধনে গড়ে ওঠা এক অপরূপ স্থানে। চলুন তবে হিমাচল প্রদেশের মায়াময় শহর মনিকরণে।
ভ্রমণ পিপাসু বা প্রকৃতি প্রেমি মানুষদের মনে হিমাচল প্রদেশের এক অন্য স্থান রয়েছে। মনমাতানো সৌন্দর্য্য ও একাধিক পুণ্যস্থাণের জন্য পর্যটকদের মনে সর্বদা দাগ কাটে এ প্রদেশ। হিমাচলের কুল্লু জেলার ভুন্টারের উত্তর-পূর্বে পার্বতী নদীর তীরে পার্বতী উপত্যকায় অবস্থিত প্রাকৃতিক সম্পদে ভরপুর এই মনিকরণ।
এটি সমুদ্র থেকে ১৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত। এ শহর যতটা হিন্দুদের কাছে গুরুত্বপূর্ণ তততাই শিখদের জন্যও। একদিকে শিব ও নয়না প্রমুখ দেব দেবীর মন্দিরের পাশাপাশি শিখদের জন্য গুরুদ্বারের রয়েছে। দু’ধর্মের মানুষ নিজেদের মনস্কামনা নিয়ে এই তীর্থস্থানগুলিতে আসেন। গুরুদ্বারে তালা ব্রিজ রয়েছে যেখানে পুণ্যার্থীরা নিজেদের মনস্কামনা জানিয়ে শিখ গুরুকে স্মরণ করে তালা ঝোলান।
শীতকালে মায়াময় এই শহরকে ঢেকে রাখে শ্বেতশুভ্র বরফ, তবে গ্রীষ্মকালেও মনিকরণের আবহাওয়া দেখার মত। তাই যেকোন সময় এখানে আপনি যেতে পারেন।
কীভাবে যাবেন?
মনিকরণের নিকটতম বিমানবন্দর হল ভুন্তার বা কুল্লু মানালি বিমানবন্দর। সেখান থেকে ট্যাক্সি বা বাসে করে আপনি পৌঁছে যাবেন মনিকরণ।
এ শহরে থাকা নিয়ে চিন্তা নেই, এখানে থাকার জন্য অনেক হোটেল পাবেন। এছাড়াও আপনারা চাইলে তীর্থস্থানেও থাকতে পারবেন।