
The Truth of Bengal: সবে মাত্র শুরু হয়েছে নতুন বছর। টানা ছুটি পাওয়ার পর এখন এসে আর কাজে মন বসছে না তো ! চিন্তা কিসের সামনেই তো ২৩ শে জানুয়ারি এবং ২৬ জানুয়ারির ছুটি আসছে । এই দু এক দিনে কোথাও ঘুরতে যেতে চাইলে চলে যান কালিম্পঙে। না না কালিম্পং শহর নয় , কালিম্পং এর মধ্যে ছোট্ট একটি পার্বত্য উপত্যাকা থাংগুলামে যেতে পারেন। ৭০০০ ফুট উঁচুতে অবস্থিত থাংগুলামে আপনি প্রকৃতির যেরূপ শোভা দেখতে পাবেন তা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে।
কালিম্পং থেকে ৫ কিমি দূরে অবস্থিত থাংগুলাম। প্রকৃতি প্রেমীদের জন্য এই পার্বত্য উপত্যাকা একটি আদর্শ টুরিস্ট স্পট। পাহাড় মানেই সেখানে পাহাড়ি নদী কোন না কোন দিক দিয়ে বয়ে যাবে । এখানেও তিস্তা নদী তার নিজের গতিপথে কুলুকুলু ধ্বনি রবে বয়ে চলেছে। এখান থেকে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার শ্বেত শুভ্র দৃশ্য।
এছাড়াও এখান থেকে লাভা লোলেগাঁওয়ের মত প্রকৃতির শোভায় ভরপুর অঞ্চল গুলিও ঘুরে আসতে পারেন। থাংগুলামে প্রকৃতির স্বাদ নেওয়ার পাশাপাশি আপনি অ্যাডভেঞ্চার করতে চাইলে ট্রেকিং করতে পারবেন। অর্কিড নার্সারি নানা প্রজাতির ক্যাকটাস দেখেও আপনি অবাক হবেন। কিভাবে যাবেন? ট্রেনে করে পৌঁছে যান এনজেপি। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যান থাংগুলামে। আপনি এখানে থাকতে চাইলে পেয়ে যাবেন হোমস্টে। তাই প্রকৃতির মনোরম স্বাদ পেতে ঘুরে আসুন থাংগুলামে।