নেক্সট ডেস্টিনেশান কালিম্পঙের সুনাখারি, অজানা পাহাড়ি পার্বত্য গ্রামে নৈসর্গিক দৃশ্য
Next Destination Kalimpong's Sunakhari, scenic views at the undiscovered hill village

The Truth Of Bengal: কালিম্পং কখনই ভ্রমণপিপাসুদের হতাশ করে না। কালিম্পঙের এমন অনেক জায়গা আছে যার নাম হয়ত এখনও পর্যটকদের কাছে অজানা। এই রকমই এক অজানা পাহাড়ি ডেসটিনেশন হল কালিম্পঙের সুনাখারি। যে গ্রামে গেলে আপনি দেখতে পাবেন প্রকৃতির নৈসর্গিক দৃশ্য। যা একবারে ছবির মত সুন্দর। মনেই হবেনা আপনি পশ্চিমবঙ্গের মধ্যে আছেন। মনে হবে বিদেশের কোন গ্রামে ঘুরতে গেছেন।
কোন এক নির্জন পাহাড়ি গ্রামে বেড়াতে যেতে চান! তাহলে ঘুরে আসুন সুনাখারি গ্রামে। নেওরা ভ্যালি পার্কের এক প্রান্তে, রিশপের দিকে একটি ঊর্ধ্বমুখী এবং তাবাকোশি থেকে এক কিমি দূরে অবস্থিত সুনাখারি কালিম্পঙের একটি পার্বত্য গ্রাম। এই গ্রাম পুরোটাই ভরা প্রকৃতির সৌন্দর্যে। পাহাড় নদী সবুজ বনানী ঘেরা পার্বত্য উপত্যকায় পরিবার বা বন্ধুদের সঙ্গে গিয়ে নৈসর্গিক দৃশ্যের মাঝে সময় কাটাতে চায়লে সুনাখারি হতে পারে আপনার সেরা গন্তব্য। এই গ্রাম থেকে আপনি হিমালয়ের নানা সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সূর্য ওঠার সময় এবং অস্ত যাওয়ার সময় পাহাড়ের মাঝ বরাবর সূর্য দেখার যে কি অপূর্ব অনুভূতি সেটা না দেখলে বড়ই মিস করবেন।
কেবল সূর্যোদয় বা সূর্যাস্ত নয় সেই সময় পাহাড়ের গায়ের রং পরিবর্তন হয়। আচ্ছা চোখ বন্ধ করে ভাবুন তো একবার হাতে গারমা গরম চায়ের কাপ নিয়ে পাহাড়ের কোন ঢালু অংশে বসে দূরের কুলুকুলু ধ্বনি নিয়ে বয়ে চলা নদী দেখতে কেমন লাগবে! আর এই সব কিছুই পেয়ে যাবেন একমাত্র সুনাখারি তে আসলে। এই গ্রামের রাস্তা ধরে হাঁটলে দেখতে পাবেন ছোট ছোট রকমারি পাহাড়ি ফুল পাহাড়ের শীতল হাওয়ায় গা দোলাচ্ছে। শুনতে পাবেন বিভিন্ন রঙের পাখির কলতান।
বছরের প্রায় সারাবছরই এখানে যেতে পারেন। তবে বর্ষাকালে যে কোন পার্বত্য অঞ্চলই একটু দুর্গম হয়ে ওঠে তাই বর্ষাকাল এরিয়ে চলায় ভালো। কিভাবে যাওয়া যাবে সেই নিয়ে মনে প্রশ্ন জাগছে নিশ্চয়ই। হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে করে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি স্টেশন সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন এই ছোট্ট পাহাড়ি গ্রামে। এই গ্রামে হোমস্টের ব্যবস্থা রয়েছে তাই রাত্রি যাপনের ক্ষেত্রে কোন রকম অসুবিধা হবেনা পর্যটকদের।
Free Access